December 10, 2024

কালীপূজার প্রাক্কালে বুনিয়াদপুরের এক বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো

0
Image Editor Output Image 567668816 1635861275646.jpg
Advertisements

যেকোনো ধরনের ডিজিটাল বিজ্ঞাপন এর জন্য যোগাযোগ করুন আমাদের সাথে— ৬৩৮৯২৩৫০৭৬।
যেকোনো ধরনের ডিজিটাল বিজ্ঞাপন এর জন্য যোগাযোগ করুন আমাদের সাথে— ৬২৮৯২৩৫০৭৬।

HnExpress পল মৈত্র, দক্ষিন দিনাজপুর ঃ কালী পূজোর প্রাকাল্লে দাঁড়িয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরের বড়াইল এলাকায় একটি বাড়ির লকার ভেঙে লক্ষাধিক টাকার গহনা সহ অন্যান্য সামগ্রী চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। জানা গেছে, বুনিয়াদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বড়াইল এলাকার বাসিন্দা মানিক বিশ্বাসের বাড়িতে এই দিন সকলের অনুপস্থিতিতে এই চুরির ঘটনাটি ঘটে। আরও জানা যায় যে, এই দিন গৃহকর্তী বীথিকা বিশ্বাস সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটা নাগাদ তাঁর মেয়েকে নাচের ক্লাস থেকে নিয়ে বাড়ি ফেরেন।

যদিও বাড়ির সামনে আসতেই লোহার প্রধান সদর দরজার তালা ভাঙা দেখেই চক্ষু চড়কগাছ হয় যায় তাদের। পরবর্তীতে বাড়িতে ঢুকতেই দেখতে পান একটি চোর বাড়ির সমস্ত কিছু চুরি করার সামগ্রী আরামসে গুছিয়ে নিচ্ছে। পাশাপাশি আলমারির লকার ভাঙ্গা, এছাড়াও অন্যান্য সমস্ত আসবাবপত্র এলোমেলো। কিছু বুঝে ওঠার আগেই গৃহকর্তী ও তাঁর মেয়েকে এক ধাক্কা দিয়ে চম্পট দেয় চোর। এরপরই তাদের চিৎকার-চেঁচামেচিতে এলাকাবাসীরা ছুটে আসে। বাড়ির অন্যান্য বড় বড় সামগ্রী নিয়ে পালাতে অসমর্থ হলেও, ততক্ষণে লক্ষাধিক টাকার সোনার গহনা খোয়া গিয়েছে।

ঘটনার পরই খবর পেয়ে ছুটে আসে বংশীহারী থানার পুলিশ। বুনিয়াদপুর সহ সমগ্র বংশীহারী ব্লকে মাঝে মাঝেই এমন চুরির ঘটনা ঘটছে। তাই এলাকাবাসীরা ইতিমধ্যেই পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। বাসিন্দারা দাবি জানিয়েছেন, অবিলম্বে চোরকে যেন গ্রেফতার করা হয়। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে কালী পূজার প্রাকাল্লে এমন চুরির ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisements

Leave a Reply