কয়লাকাণ্ডে ফের রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব ইডির

0


HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED) ও সিবিআই (CBI) এর কর্মকর্তারা কিছুতেই যেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Banerjee) সরকারের পিছু ছাড়ছে না। কয়লা কাণ্ডে ফের রাজ্যের আইনমন্ত্রী ( Minister Of Law And Justice) মলয় ঘটককে (Malai Ghatak) তলব করলো ইডি (ED)।



সূত্রের খবর, আগামী ২৬শে জুন দিল্লিতে ইডির (ED) সদর দফতরে তাঁকে ডেকে পাঠানো হয়েছে। ঠিক এর আগেই গত ২১শে জুনও হাজিরার জন্য তাঁকে তলব করেছিল ইডি (ED)। জানা গেছে, পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) কাজে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছিলেন তিনি।



এরই পাশাপাশি ইডিকে (ED) চিঠি দিয়ে হাজিরার জন্য কিছুটা সময়েও চেয়ে নিয়ে ছিলেন আইনমন্ত্রী। যদিও মলয় ঘটককে সময় দিতে নারাজ ইডি (ED)। আগামী সোমবার ২৬শে জুন সকাল ১১টার মধ্যে তাঁকে দিল্লিতে হাজিরা দেওয়ার জন্য তলব করা হয়েছে বলে সূত্রের খবর।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply