ভোটের দামামা বাজতে না বাজতেই হামলার শিকার দিনহাটার তৃণমূল প্রার্থীর স্বামী
HnExpress নিজস্ব প্রতিনিধি, কোচবিহার : ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election 2023) দামামা বেজে গিয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। কিন্তু এই একদফার নির্বাচনকে ঘিরে রাজ্য জুড়ে চলছে একের পর এক হিংসাত্মক ঘটনা। ইতিমধ্যেই মনোনয়নপত্র (Nomination) জমাকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতিতে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনেরই।
আর আহত হয়েছেন একাধিক। রাজ্যে ভোটের দামামা বাজতে না বাজতেই দিনহাটার (Dinhata) এক তৃনমূল (TMCP) প্রার্থীর স্বামীকে গুলি করার অভিযোগ উঠলো। তৃণমূল কংগ্রেসের দাবি, এই খুনের পেছনে বিজেপির (BJP) দুষ্কৃতীদের হাত রয়েছে। যদিও বিজেপি (bjp) এই অভিযোগ মানতে রাজি নয়। তাদের দাবি এসব তৃণমূলের (TMCP) নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্বেরই ফলাফল।
সেই সময় পথে আগত দুষ্কৃতিদের সাথে প্রথমে বচসা শুরু হয়, এরপর তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। মাথাতেও আঘাত লাগে। আদতে মিটিং থেকে আসার সময় প্রথমেই তার মাথা লক্ষ্য করে আঘাত করা হয়। এরপরই পায়ে গুলি করা হয়েছে বলে জানিয়েছেন প্রার্থী ডলি খাতুন। ইতিমধ্যেই দিনহাটা (DinHata) থানার পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে।
সূত্রের খবর, কোচবিহারের (KuchhBihar) দিনহাটার (Dinhata) ১ নম্বর ব্লকের গীতালদহ ১ নম্বর পঞ্চায়েতের কোনামুক্তা গ্রামের তৃণমূল প্রার্থীর (TMCP Candidate) স্বামীর পায়ে গুলি লেগেছে বলে দাবি পরিবারের। যার ফলে দফায় দফায় উত্তেজনা ছড়ায় দিনহাটা (DinHata) এলাকায়। আহত ব্যাক্তির নাম আজিজুর রহমান। তাকে দিনহাটা (DinHata) মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) তৃণমূল প্রার্থী ডলি খাতুনের স্বামী। ভর সন্ধ্যায় ওই ব্যাক্তিকে গুলি করা হয়েছে বলে অভিযোগ। তাদের বক্তব্য, মূলত নির্দল প্রার্থীর অনুগামীরাই এই দুষ্কৃতি হামলার পেছনে রয়েছে। জানা গেছে, এদিন দলের প্রচারের কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি।