কলকাতা রাজপথ কাল মেতে উঠবে অলিম্পিক দৌড়ে
HnExpress শিখা দেব, নিজস্ব প্রতিনিধি : প্রতি বছরের মতো এবারের অলিম্পিক দিবস (Olympic Day) দৌড় অনুষ্ঠিত হবে রবিবার ২৫শে জুন। আলিপুর ধনধান্য অডিটোরিয়াম থেকে শুরু হবে এই দৌড়। শেষ হবে নেতাজি ইনডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium)।
বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের (Bengal Olympic Association) সভাপতি স্বপন ব্যানার্জি জানান, দু’হাজারের বেশি ক্রীড়াবিদরা অংশ নেবেন এই বেঙ্গল অলিম্পিকে (Bengal Olympic)। এই দৌড়ে প্রাক্তন অলিম্পিয়ান থেকে শুরু করে বর্তমান খেলোয়াড় সহ বিভিন্ন ইভেন্টের ক্রীড়াবিদরাও অংশ নেবেন।
এই দৌড় ঐতিহাসিক রূপ নেবে তা বলাই বাহুল্য। উপস্থিত থাকবেন মন্ত্রী থেকে বিধায়ক এবং বিশিষ্ট কর্মকর্তারা। স্বপন ব্যানার্জি আরও জানান, চলতি বছরে শতবর্ষে পা রাখছে এই বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন (Bengal Olympic Association)।
দৌড় দিয়ে শুরু হচ্ছে যার যাত্রা। সারা বছর ধরে চলবে নানান অনুষ্ঠান। সচিব জহর দাস জানান যে, শতবর্ষের লোগো এবং স্ট্যাম্প প্রকাশ করা হবে এদিন।