শীতের কুয়াশায় আচ্ছন্ন বাংলা, ব্যহত ট্রেন থেকে বিমান উড়ান

0

HnExpressশে ডিসেম্বর নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ রবিবার সকাল সকালই শিয়ালদহ বনগাঁ শাখায় বিঘ্নিত হল ট্রেন চলাচল। স্টেশনে স্টেশনে দাঁড়িয়ে রইল লোকাল ট্রেন। সুত্রের খবর, হাবড়া স্টেশনের কাছে লেভেল ক্রসিং ভেঙে যাওয়ার জেরেই ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা। পাশাপাশি গুমা স্টেশনেও দাঁড়িয়ে রইল আন্তর্জাতিক ট্রেন বন্ধন এক্সপ্রেস। 

বড়দিনের আগের দিন ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছিলো গোটা বাংলা। কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে একাধিক ট্রেন, বিমান চলাচল ব্যাহত হয়। রবিবার সকালে নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে, ঘন কুয়াশা ও দৃশ্যমানতা কম থাকায় কয়েকটি বিমান দেরিতে ওঠানামা করে।

এর পাশাপাশি একই কারণের জেরেই সকাল থেকে একাধিক ট্রেনও দেরিতে চলাচল শুরু করে। ভোরের দিকে ধীর গতিতে চলছে গাড়ি, বাস, ট্যাক্সি, অটো। ফলে রাস্তাঘাটে যানজটের সমস্যাও সৃষ্টি হচ্ছে। রবিবার রাজ্যে প্রাথমিকের টেট পরীক্ষা ছিল। কিন্তু এর ফলে ভোগান্তি বেড়েছে সমস্ত পরীক্ষার্থীদেরও।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply