January 23, 2025

কন্যাশ্রী কাপ ফুটবলে সেরা দলের স্বীকৃতি পেল শ্রীভূমি ফুটবল ক্লাব

0
Advertisements

HnExpress শিখা দেব, কলকাতা ঃ গতবারের হারের মধুর প্রতিশোধ নিয়ে এবারে কন্যাশ্রী কাপ ফুটবলের সেরা দলের সম্মান ছিনিয়ে নিলো শ্রীভূমি ফুটবল ক্লাব। শুক্রবার কিশোর ভারতী স্টেডিয়ামে শ্রীভূমি ২-১ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ের হাসি হাসলো। খেলার প্রথম থেকে শ্রীভূমির খেলোয়াড়রা দাপটের সঙ্গে খেলতে থাকেন। প্রথম পর্বে শ্রীভূমি ২-০ গোলে এগিয়ে যায়।

গোল করেন রিমপা হালদার ও মৌসুমী মুর্মু। খেলার ৩৫ মিনিটের মাথায় মৌসুমি মুর্মু লাল কার্ড দেখেন। টানা ৬৫ মিনিট শ্রীভূমি দশ জনে খেলে। বিরতির পর খেলায় সমতা ফিরিয়ে আনতে চেষ্টা করতে থাকেন লাল হলুদ দলের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত ব্যবধান কমান মমতা মাহাতো।

শ্রীভূমির গোলরক্ষক অদ্রিজা সরখেল দারুন খেলেন এদিন। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন রিমপা হালদার। এদিন মাঠে উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, আই এফ এ সচিব অনির্বাণ দত্ত, সহ-সভাপতি সৌরভ পাল সহ-সচিব সুফল গিরি ও রাকেশ ঝা।

Advertisements

Leave a Reply