মেট্রোর দৌলতে ধান্দায় মন্দা অটো চালকদের

0


HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ মেট্রোর দৌলতে ধান্দায় মন্দা শুরু শিয়ালদহ রুটের অটো চালকদের। ফলত বৃহস্পতিবার থেকে যাত্রীদের জন্য চালু হয়েছে শিয়ালদহ মেট্রো। অফিস টাইম মেনে নিয়মানুযায়ী সকাল থেকে শুরু ট্রেন চলাচল। আর শুরু থেকেই লাভবান মেট্রো কর্তৃপক্ষ এবং আশার অধিক যাত্রী সমাগমে খুশিও বেজায়। কিন্তু এর ফলে শিয়ালদহ-বেলেঘাটা রুটের অটো চালকদের মুখের সদা দাম্ভিক হাসি উধাও। কারণ, মেট্রো শুরু হওয়ায় অটোর পথ এড়িয়ে যাচ্ছেন বেশির ভাগ যাত্রীই।



শিয়ালদহ থেকে আটটি রুটে অটো চলাচল করে। সেগুলো হল, শিয়ালদহ-ধাপা, শিয়ালদহ-বৈশালী, শিয়ালদহ-এন্টালি, শিয়ালদহ-পটারি রোড, শিয়ালদহ-বেলেঘাটা বাইপাস (বিল্ডিং মোড়), শিয়ালদহ-তপসিয়া, শিয়ালদহ-বামনঘাটা ও শিয়ালদহ-মেট্রোপলিটন। এই শিয়ালদহ রুটে মোট অটো সংখ্যা প্রায় ৯৭০টি। যার মধ্যে বেলেঘাটা রুটের অটো রয়েছে ৩৬০টি। গড়ে রাস্তায় নামে প্রায় ২৫০টি অটো। প্রতিদিন আপ এবং ডাউন মিলিয়ে প্রতিটি অটো আট থেকে দশটি ট্রিপ খাটে ট্রিপ প্রতি ৪ সাওয়ারি নিয়ে।



প্রসঙ্গত উল্লেখ্য, করোনা লকডাউনের আগে পর্যন্ত এই রুটে যেকোনও স্টপেজে নামলে ভাড়া ছিল যাত্রী প্রতি মাত্র ১২ টাকা। যা করোনাকালে লকডাউনের সময় হতে মাত্রাতিরিক্ত ভাবে বেড়ে যায়। বর্তমানে শিয়ালদহ থেকে বেলেঘাটা বিল্ডিং মোড় পর্যন্ত অটো ভাড়া নূন্যতম ২০ টাকা এবং শিয়ালদহ থেকে আইডি হাসপাতাল পর্যন্ত অটো ভাড়া নূন্যতম ১৫ টাকা হয়েছে। ফলত এই কারণেই জনসাধারণ মেট্রো রেলকে আপন করে পর করেছে অটো পরিষেবাকে।



এছাড়াও অটো চালকদের দুর্ব্যবহার, দাদাগিরিতেও অতিষ্ঠ সাধারণ মানুষ বা যাত্রী সমূদয়। ফলে এটাও একটা বৃহত্তর কারণ হিসেবে সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই যথেষ্ট ঝড় তুলেছে। কিন্তু কিছু অটো চালকদের বক্তব্য, মেট্রো রেলের উৎপত্তিতে ও বাড়বাড়ন্তেই ৩০ শতাংশ যাত্রী উধাও অটো পরিবহনের। বৃহস্পতিবার মেট্রো চালুর পরেই শুক্রবার থেকেই অটোতে ব্রেক জার্নি করে সেক্টর ফাইভে যাওয়া আসা করা যাত্রী সংখ্যা হ্রাস পেতে শুরু করেছে শিয়ালদহ-বেলেঘাটা সহ বহু অটো রুট।

সোমবার থেকে সেই সংখ্যা আরও বেড়ে প্রায় ৪০ শতাংশের কাছাকাছি পৌঁছাতে পারে বলে আশংকা অটো চালকদের। ফলে একদিকে যেমন মেট্টো কর্তৃপক্ষ ও জন সাধারণের পৌষ মাস, তেমনি উল্টো দিকে সর্বনাশ অটো চালকদের

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply