খেলতে নেমেই জয়ের মুখ দেখলো সাদা কালো বিগ্রেড
HnExpress শিখা দেব, কলকাতা ঃ ডুরান্ড কাপ ফুটবলে প্রথম ম্যাচে মহমেডান স্পোর্টিং ক্লাব হেরে যায় মুম্বই সিটি এফ সি-র কাছে। তারপরেই মঙ্গলবার কলকাতার ফুটবল লিগে খেলতে নেমেই জয়ের মুখ দেখলো সাদা-কালো বিগ্রেড। তারা ৩-১ গোলে হারিয়ে দিয়েছে এফ সি আই’কে।
খেলার প্রথম পর্বে মহমেডান স্পোর্টিং ক্লাব ২-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু দ্বিতীয় পর্বে এফ সি আই প্রায় শুরুতেই পেনাল্টি থেকে গোলের ব্যবধান কমাতে থাকে। অন্যদিকে, মহমেডান গোলের ব্যবধান বাড়াতে বাড়াতে আক্রমনের তুমুল ঝড় তুলতে থাকে।
তারই ফলশ্রুতিতে ৬৯ মিনিটে গোল পেয়ে যায় সাদা-কালো বিগ্রেড। গোলটি করেন ডেভিড। এক কথায় বলা যায়, ছন্দে ফিরেছে সাদা কালো ব্রিগেড। এদিকে কালীঘাট মিলন সংঘ ডায়মন্ডহারবার ফুটবল ক্লাবের বিপক্ষে খেলে ১-০ গোলে জয় পেলো।
জয়সূচক গোলটি করেন অসিত হেমব্রম। এখানে উল্লেখ করা যায় যে, এই দুটো দল কিন্তু জ্যাঠা, কাকা ও ভাইপোদের। অন্য আরেকটি খেলায় পিয়ারলেস দল ৫-০ গোলে হারিয়ে দিয়েছে ডালহৌসি এসি-কে।