এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়ালো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : অবশেষে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়ালো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। এদিন আদালতে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের সপক্ষে সওয়াল করতে গেলেই, দুর্নীতিতে যুক্ত বলে মুখ্যমন্ত্রীর দিকে তির টানলেন তিনি।
এদিন আলিপুর আদালত থেকে বেরোনোর সময় পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, ‘সবার আগে নিয়োগ সংক্রান্ত রিপোর্ট যেত মুখ্যমন্ত্রীর কাছে। এই বিষয়ে আমার কোনও ভূমিকাই ছিল না।’ নিজের জামিনের সপক্ষে আগেও আদালতে বহুবার সওয়াল করতে দেখা গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে।
অভিযোগ করেছিলেন, তিনি বড়োসড়ো এক ‘ষড়যন্ত্রের’ শিকার। এদিন আরও একধাপ এগিয়ে প্রাক্তন শিক্ষমন্ত্রীর দাবি, ‘এসএসসি পশ্চিমবঙ্গ বোর্ড চালায়। এখানে মিনিস্টারের কোনও রোল ছিল না। আমার বিরুদ্ধে রীতিমতো ষড়যন্ত্র করা হয়েছে। আমি জামিনে মুক্ত হয়ে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে চাই।
তাই আদালতের কাছে আমার আবেদন আমাকে জামিন দেওয়া হোক।’ এরপরই মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ টেনে এনে তৃণমূলের প্রাক্তন মহাসচিবের দাবি, ‘বিভিন্ন দফতরের সচিবরা মন্ত্রীকে রিপোর্ট করেন। আর সেই রিপোর্ট যেতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। নিয়োগ দুর্নীতিতে আমার কোনও দিনই কোনো ভূমিকা নেই ও ছিল না।’