December 10, 2024

কলকাতার ফুটবলে জয়ের রথ ছোটাচ্ছে ইস্টবেঙ্গল

0
Image Editor Output Image 200059917 1690829577136
Advertisements

 

 

 

HnExpress শিখা দেব, কলকাতা ঃ কলকাতার ফুটবলে জয়ের রথ ছুটছে ইস্টবেঙ্গলের (Eastbengal)। সোমবার ঘরের মাঠেই লাল হলুদ ব্রিগেড ৫-০ গোলে উড়িয়ে দিল ওয়ারি দলকে। এদিন খেলার শুরু থেকে ইস্টবেঙ্গল (Eastbengal) দাপটের সঙ্গে চাপ সৃষ্টি করে প্রতিপক্ষের বিরুদ্ধে।

 

 

 

প্রথম পর্বে কোনও পক্ষই গোল পায়নি। তবে দ্বিতীয় পর্বে ইস্টবেঙ্গল ঝড়ের গতিতে খেলতে থাকে। ফলে ওয়ারি দলের রক্ষণভাগে ফাটল ধরে। ইস্টবেঙ্গল (Eastbengal) তারপরেই ৫টি গোল করে একেবারে বাজিমাত করে দেয়।

 

 

 

১লা আগস্ট হলো ইস্টবেঙ্গলের (Eastbengal) প্রতিষ্ঠা দিবস। এদিন ভারত গৌরব সম্মান পাচ্ছেন রতন টাটা। এছাড়াও সম্মানিত হবেন সাংবাদিক প্রদীপ রায় ও অরুণ সেনগুপ্ত।

 

 

 

মরণোত্তর সম্মান পাচ্ছেন প্রয়াত ফুটবলার মুন্না। তাঁর হয়ে সম্মান তুলে নেবেন তাঁর স্ত্রী। বাংলাদেশ থেকে কলকাতায় এসেও গেছেন তিনি।

 

 

 

Advertisements

Leave a Reply