লোকসভায় ‘একলা চলো’ ডাক দিল প্রাক্তন মুখ্যমন্ত্রী
HnExpress ওয়েবডেক্স নিউজ, উত্তরপ্রদেশ : এদিন লোকসভায় ‘একলা চলো’ ডাক দিলো উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী (Mayabati)। তিনি জানান, আসন্ন লোকসভা নির্বাচনে একাই লড়বে তাঁর বহুজন সমাজ পার্টি (BSP)। কিন্তু তাই বলে ভোট-পরবর্তী জোটের সম্ভাবনার কথাও উড়িয়ে দিচ্ছেন না তিনি।
মায়াবতী (Mayabati) নিজের জন্মদিনে তা প্রকাশ্যেই স্পষ্টত জানিয়ে দিলেন। আজকের জন্মতিথিতে তিনি ৬৮ বছরে পা দিলেন। লখনউতে (Lucknow) একটি সাংবাদিক বৈঠকে মায়াবতী (Mayabati) বলেন, “বিএসপি (BSP) আপাতত কোনও দলের সঙ্গেই জোটে যাচ্ছে না। তবে নির্বাচনের পরে জোট বাঁধার রাস্তা খোলাই থাকছে।”
কেন তিনি কোনও দলের সঙ্গে জোট করছেন না, তারও ব্যাখ্যা দিয়েছেন এই দলিত নেত্রী। তিনি জানান, যখনই উত্তরপ্রদেশের (Uttar Pradesh) অন্য কোনও দলের সঙ্গে বিএসপি (BSP) জোট করেছে, তখনই লাভের বদলে ক্ষতিই হয়েছে অনেক বেশি। প্রসঙ্গত উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে একদা চিরপ্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টি (SP)-র সঙ্গে জোট গড়ে লড়াই করেছিল মায়াবতীর (BSP) দল। তাতে লাভের থেকে ক্ষতির পরিমাণই যে বেশি তা প্রকাশ্যেই স্বীকার করছেন তিনি।
তথ্যসুত্র ও চিত্র : পিটিআই।