বিধ্বংসী ঘূর্ণিঝড় মিগজাউমের দাপটে তছনছ তামিলনাড়ু সহ অন্ধ্রপ্রদেশ

0

HnExpress ওয়েদার রিপোর্ট, তামিলনাড়ু : বিধ্বংসী ঘূর্ণিঝড় মিগজাউমের দাপটে দক্ষিণ ভারতীয় রাজ্য তামিলনাডু আর অন্ধ্রপ্রদেশে রবিবার থেকেই চলছে প্রবল বৃষ্টিপাত। সোমবার সারা দিন তান্ডব চালিয়ে মঙ্গলবার দুপুরে তামিলনাডু ও রাজধানী চেন্নাইয়ের পরিস্থিতির সামান্য উন্নতি হলেও এখনো শহরের বহু অঞ্চল এবং বিমানবন্দর জলমগ্ন। অন্যদিকে, ইতিমধ্যেই সুপার সাইক্লোন অন্ধ্র প্রদেশের উপকূলে ল্যান্ড ফল করেছে।

পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ
জেলা খাদি মেলায় আসুন, খাদি পড়ুন, খাদি পড়ান।

তীব্র গতিবেগে বইছে ঝোড়ো হাওয়া, সঙ্গে প্রবল বৃষ্টি। বহু জায়গায় ভেঙে পরেছে গাছ, বিদ্যুৎ খুটি, ফলে সম্পুর্ন বিধ্বস্ত যোগাযোগ ব্যবস্থা। মঙ্গলবার দুপুরে প্রায় ১১০ কিলোমিটার গতিবেগে অন্ধ্রের উপকূলে আছড়ে পড়ে সাইক্লোন মিগজাউম। এই সাইক্লোনের নামকরণ করেছে বার্মা বা মায়ানমার। যার অর্থ শক্তি বা প্রতিরোধ।

গতকাল তামিলনাড়ু সহ রাজধানী চেন্নাইতে তুমুল ঝড়বৃষ্টির তান্ডব চালিয়ে এখন উন্মাদ নৃত্য করছে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাতে। উন্মত্ত ঝড়ের দাপটে ভেঙে পড়েছে বহু গাছপালা, ভেঙে পড়েছে লাইটপোষ্ট। ফলে বিচ্ছিন্ন বৈদ্যুতিন যোগাযোগ ব্যবস্থা। ত্রাণ পরিষেবা নিয়েও উঠছে প্রশ্ন! ঝড়ের কবলে পরে প্রায় ১৭ জনের জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত।

অথৈ জলে মগ্ন চেন্নাই বিমানবন্দর থেকে গোটা রাজ্য। বাংলায় এর তেমন প্রভাব না পড়লেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রের খবর। শনিবার অব্দি আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সমুদ্র বা নদীতে মৎসজীবীদের মাছ ধরতে যাওয়ায় কড়া নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply