পারিবারিক বিবাদের জেরে আক্রান্ত ৩, চিকিৎসাধীন মেডিকেল কলেজ হাসপাতালে
HnExpress বিশ্বজিৎ মন্ডল, মালদা ঃ খাবার নিয়ে পারিবারিক বিবাদের জেরে জ্যেঠুর হাতে আক্রান্ত দুই ভাইপো। বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে জ্যেঠুর বিরুদ্ধে। আক্রান্ত দুই পক্ষের মোট তিন জন। যাদের মধ্যে গুরুতর আহত দুই যুবকের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার সন্তোষ টোলা এলাকায়। স্থানীয় সুত্রে জানা গেছে যে, আক্রান্ত গৌড় সরকার এবং কার্তিক সরকারের সঙ্গে শ্যাম সরকার মধ্যে এদিন সকালে খাবার নিয়ে তুমুল পারিবারিক বিবাদ শুরু হয়। যার জেরে লাঠিসোটা নিয়ে গৌড় সরকার এবং কার্তিক সরকারকে অভিযুক্ত শ্যাম সরকার মারধর করে বলে অভিযোগ।
এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এদিন সকালে। এ বিষয়ে কার্তিক সরকারের স্ত্রী জানান যে, বিনা কারণে এমন মারধোর করার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মোথাবাড়ি থানায় লিখিত ভাবে অভিযোগ জানাবেন।