পারিবারিক বিবাদের জেরে মাঝরাতে স্ত্রীর গলার শ্বাসনালি কেটে খুন করার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে—
HnExpress বিশ্বজিৎ মন্ডল, মালদা ঃ মেঝেতে পড়ে রয়েছে স্ত্রীর গলাকাটা রক্ত মাখা দেহ, শনিবার ঘটনাটি ঘটে মালদার চাঁচল থানার সামসি কান্ডারন এলাকায়। পরিবার সুত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম শুকতারা বিবি (৪০)। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী সেরাজুল হক পলাতক। পারিবারিক সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই স্বামীর সঙ্গে বিবাদ চলছিল শুকতারা বিবির।
অভিযোগ, দীর্ঘদিন ধরে স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করত স্বামী। এদিন ফের স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ বাধে। সেই সময় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলার শ্বাসনালি কেটে খুন করে অভিযুক্ত। ঘটনার পর সেখান থেকে পালিয়ে যায় স্বামী নামের আসামী। পরে পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয় তাদের।
সেখানে গিয়ে শুকতারা বিবিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।