January 23, 2025

মালদায় হারিয়ে যাওয়া এক মহিলাকে ফিরে পেলো তাঁর পরিবার

0
Advertisements


HnExpress বিশ্বজিৎ মন্ডল, মালদা ঃ এদিন মালদা জেলার পুলিশের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ও তৎপরতায় হারিয়ে যাওয়া মহিলাকে ফিরে পেল তাঁর পরিবার। এমন মহৎ কাজের জন্য সাধুবাদ জানিয়েছেন সকলে। জানা যায়, দক্ষিন দিনাজপুর জেলার তপন থানার নয়াপাড়ার এক মহিলা গত ৬ তারিখ নিখোঁজ হয়ে যান। পরিবারের লোকেরা তাঁর খোঁজ চালাতে থাকেন।

অবশেষে আজ মালদা জেলার বামনগোলার থানার মুদিপুকুর গ্রামীণ হাসপাতাল থেকে প্রায় ৩০০মিটার দূরে এক ফাঁকা মাঠের মধ্যে ওই মহিলাকে স্থানীয় লোকজন একা বসে থাকতে দেখেন। অজানা ব্যক্তি দেখে খবর দেওয়া হয় বামনগোলা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বামন গোলা থানার পুলিশ। প্রথমে ওই মহিলা অসুস্থ থাকায় মুদিপুকুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।



পরে জিজ্ঞাসাবাদ করে মহিলার পরিচয় জানা যায়। আর তারপর সেই মতো পরিবারের সঙ্গে যোগাযোগ করে আজ অর্থাৎ মঙ্গলবার তাঁর আত্মীয়দের হাতে মহিলাকে তুলে দেয় পুলিশ। পুলিশের এমন মহৎ ও মানবিক কাজের জন্য সাধুবাদ জানিয়েছেন জেলার আট থেকে আশি সকলেই।

Advertisements

Leave a Reply