July 24, 2024

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির এবং ইপিএফ-এর সুদ কমানোর প্রতিবাদে অবস্থান বিক্ষোভ গাজোল ব্লক তৃণমূল নেতৃত্বের

0


HnExpress বিশ্বজিৎ মন্ডল, মালদা ঃ লাগাম হীন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির এবং ইপিএফ-এর সুদ কমানোর দাবিতে তীব্র প্রতিবাদ জানিয়ে অবস্থান বিক্ষোভ করলো মালদার গাজোল ব্লক তৃণমূল নেতৃত্ব। বুধবার সকালে গাজোল ব্লক অফিস অসংলগ্ন ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারেই রীতিমতো মঞ্চ গড়ে স্থানীয় তৃণমুল নেতাকর্মীরা অবস্থান-বিক্ষোভ শুরু করে।

দলের ট্রেড ইউনিয়ন আইএনটিটিইউসি সাথে সামিল হয়ে দীর্ঘক্ষণ ধরে এই অবস্থান বিক্ষোভ চলে। যেখানে উপস্থিত ছিলেন গাজোল ব্লক তৃণমূলের নেতাকর্মীরা এবং সংশ্লিষ্ট ব্লকের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র নেতৃত্ব। তৃণমূলের গাজোল ব্লক সভাপতি মানিক প্রসাদ জানিয়েছেন, পাঁচ রাজ্যের ভোট সম্পন্ন হতেই কেন্দ্রের মোদি সরকার এখন দ্রব্যমূল্য বৃদ্ধির কাজ শুরু করে দিয়েছে।পেট্রোল-ডিজেলের দাম বাড়ানোর পাশাপাশি রান্নার গ্যাসের দামও হু হু করে বাড়ছে। এছাড়াও ইপিএফ-এর সুদ কমিয়ে দেওয়া হয়েছে। আর এসব বিষয় নিয়েক এদিন প্রতিবাদ মঞ্চ গড়ে অবস্থান-বিক্ষোভ করা হয়েছে।

Leave a Reply