মালদায় শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসব



HnExpress বিশ্বজিৎ মন্ডল, মালদা ঃ বাঙালির বারো মাসে তেরো পার্বণের এক পার্বণ হলো শুভ দোলযাত্রা। সেই মতোই আজ নানান জায়গা সহ মালদা জেলাতেও শান্তিনিকেতনের আদলে পালিত হচ্ছে বসন্ত উৎসব। এবারে ডি.এস.এ ময়দানে দোল উৎসবে নাচে গানে উচ্ছাসে মাতলেন মালদাবাসি।

এবারে শিল্পী সাংসদ ও ডি.এস এর উদ্যোগে দোল উৎসব পালন করা হয়েছে। লাল নীল সবুজ রঙে মাতলো কচিকাঁচা থেকে শুরু করে শিল্পী এবং রাজনৈতিক নেতা মন্ত্রীরাও। দুই বছর ধরে করোনা আবহে এই দোল উৎসব বন্ধ ছিল।



এবছর সেই সংক্রমণ অনেকটাই প্রশমিত হওয়ায় জাঁকজমক ভাবে নাচে-গানে উচ্ছ্বাসে মেতেছেন মালদাবাশি। এই উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, প্রাক্তন মন্ত্রী এবং ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও সর্ব দলীয় নেতাকর্মীরা।

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: