মানিকচক ঘাটে আগত ভক্তদের সেবায় মালদা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি



HnExpress বিশ্বজিৎ মন্ডল, মালদা ঃ আজ মহাশিব রাত্রি। এদিন ভক্তরা পুণ্য লাভের আশায় মানিকচক গঙ্গাঘাটে স্নান করে এবং গঙ্গার পবিত্র জল তুলে নিয়ে রাওনা দেবে বিভিন্ন মন্দিরের উদ্দেশ্যে। শিবলিঙ্গে জল ঢালবে ভক্তরা।



সেইমতো সোমবার থেকেই মানিকচক ঘাটে আসতে শুরু করেছে পুণ্যার্থীরা। মানিকচক ঘাটে আগত সকল ভক্তদের কথা মাথায় রেখে ভক্তদের সেবার উদ্দেশ্যে একটি ক্যাম্প করে শরবত, ফলমূল বিতরণ করেন মালদা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি গৌরচন্দ্র মন্ডল।


এ বিষয়ে মালদা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি গৌরচন্দ্র মন্ডল বলেন, প্রতি বছরের মতো এবছরও মানিকচক ঘাটে আগত পুণ্যার্থীদের জন্য শরবত এবং প্রসাদের ব্যবস্থা করেছি। সকলে মিলে শান্তি সুষ্ঠভাবে মহাশিব রাত্রির আনন্দ উপভোগ করুন।

Leave a Reply

Latest Up to Date

%d bloggers like this: