December 10, 2024

১ কিলো ৭৩ গ্রাম ব্রাউন সুগার সহ কালিয়াচকের দুই যুবককে গ্রেফতার করল সিআইডির মালদা শাখা

0
Image Editor Output Image87995591 1649441175537
Advertisements


HnExpress নিজস্ব প্রতিনিধি, মালদা ঃ গোপন সূত্রে খবর পেয়ে ১ কিলো ৭৩ গ্রাম ব্রাউন সুগার সহ কালিয়াচকের দুই যুবককে গ্রেফতার করল সিআইডির মালদা শাখা। ধৃতদের নাম রফিকুল মিয়াঁ (২১) ও ফিরদৌস মিয়াঁ (১৯)। জানা গেছে, দু’জনেই কালিয়াচকের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চরি অনন্তপুর গ্রামের বাসিন্দা। ছক কষে বৃহস্পতিবার রাতে নিজেদের বাড়ি থেকেই তাদের গ্রেফতার করেন সিআইডি আধিকারিকরা।



তারা নিজেদের বাড়িতেই সেই বেআইনি ব্রাউন সুগার লুকিয়ে রেখেছিল। মাদক বিরোধী আইনে মামলা রুজু করে ১৪ দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে আজ দু’জনকেই মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। সিআইডি সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত উদ্ধার হওয়া এই ব্রাউন সুগারের উৎস কিংবা এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত আছে, তা জানা যায়নি। সেসব জানতে ধৃতদের আরও জেরা করা হবে বলে জানান তাঁরা।

Advertisements

Leave a Reply