ত্রিপুরাতে সায়নী ঘোষকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জয় হিন্দ বাহিনীর
HnExpress বিশেষ প্রতিবেদন ঃ সারা রাজ্যের নানা জায়গায় ত্রিপুরায় সায়নী ঘোষকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চলছে। এরই পাশাপাশি মালদা জেলার তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর জেলা সভাপতি কৃষ্ণ দাসের নেতৃত্বেও ত্রিপুরায় বিজেপি সরকারের বর্বরোচিত কর্মকাণ্ডের বিরুদ্ধে এদিন এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হলো।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ত্রিপুরায় পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল যুব কংগ্ৰেসের সভানেত্রী সায়নী ঘোষের গ্ৰেপ্তারী এবং তৃণমূল কর্মীদের উপর নিরন্তর অকথ্য নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়ে মালদা জয় হিন্দ বাহিনী এই
ধিক্কার মিছিলের আয়োজন করে। এর পাশাপাশি ত্রিপুরা রাজ্য প্রশাসনকেও ধিক্কার জানান তাঁরা।
এই বিষয়ে মালদা জেলা তৃণমূলের জয় হিন্দ বাহিনীর সভাপতি কৃষ্ণ দাস এই ঘৃণ্য ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ত্রিপুরাবাসীর ভোটপর্ব দিয়ে প্রতিবাদে গর্জে উঠুক সবাই। এদিনের এই প্রতিবাদ মিছিলে সকলের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।