আলিগড় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র নেতার ডাকে হরিশ্চন্দ্রপুরে বিক্ষোভ মিছিল
HnExpress বিশ্বজিৎ মন্ডল, মালদা ঃ ‘আমার নাম তোমার নাম আনিস খান আনিস খান’ শ্লোগান তুলে হাওড়ার আমতা থানার ছাত্রনেতা আনিস খাঁনের খুনের প্রতিবাদে ন্যায় বিচারের দাবি ও সিবিআই তদন্ত চেয়ে বৃহস্পতিবার বিকেলে হরিশ্চন্দ্রপুর শহীদ মোড়ে হরিশ্চন্দ্রপুর, ভালুকা, সামসী ও রতুয়া এলাকার প্রায় দুইশত প্রতিবাদী কণ্ঠ কলেজ ছাত্র হাতে আনিস খানের ছবি নিয়ে রাস্তায় নেমে ধিক্কার মিছিলে সামিল হন।
এদিন ছাত্ররা হরিশ্চন্দ্রপুরের গোপাল কেডিয়া মোড়ে জমায়েত হয়। সেখান থেকে হরিশ্চন্দ্রপুর শহীদ মোড় পযর্ন্ত বিক্ষোভ মিছিল করে হাঁটেন। সেখানে প্রায় একঘণ্টা ধরে চলে বিক্ষোভ মিছিল। আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা সাইদুল ইসলাম ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা প্রতিবাদী কণ্ঠ মহম্মদ সামিমের উদ্যোগে এদিনের ওই কর্মসূচি হয় বলে জানা যায়।