December 11, 2024

মালদায় গিয়ে পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

0
122 1632161882369 1632211850408
Advertisements


HnExpress বিশ্বজিৎ মন্ডল, মালদা ঃ হাওড়া আমতা থানা এলাকার আইএসএফ এর ছাত্রনেতা আনিস খানের হত্যাকান্ডে পুলিশের ভুমিকা নিয়ে একরাশ ক্ষোভ প্রকাশ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রবিবার মালদার পুরসভা নির্বাচনী প্রচারে গিয়ে সাংবাদিক বৈঠকে রাজ্য পুলিশের নিন্দা এবং আনিস খানের হত্যাকান্ডের ঘটনা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন তিনি।



এদিন সকালে বিজেপির কার্যলয় থেকে সংকল্প যাত্রায় একটি নির্বাচনী ইশতেহার প্রকাশ করা হয়। সেখানে দলের রাজ্য সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজ বাজারের বিধায়িকা শ্রীরুপা মিত্র চৌধুরী, দক্ষিন ও উওর মালদার সভাপতি, বিজেপি নেতা গৌরচন্দ্র মন্ডল সহ অনান্যরা।



সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, আইএসএফ এর এক ছাত্রনেতা আনিস খানের হত্যাকান্ডে পুলিশের ভুমিকা সন্তোষজনক নয়। যেরকম অপরাধজনক ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা করছি আমি। বিরোধী কণ্ঠস্বর হলেও তবু মনে করছি এই সমস্যা কীভাবে মিটিয়ে দেওয়া যায়। তাই আমরা নিরপেক্ষ তদন্তের দাবি করছি।



Advertisements

Leave a Reply