December 11, 2024

১০ কেজি গাঁজা সহ গ্ৰেফতার এক যুবক

0
Img 20220226 Wa0002
Advertisements


HnExpress বিশ্বজিৎ মন্ডল, মালদা ঃ হরিশ্চন্দ্রপুর পুলিশের তৎপরতায় গত বৃহস্পতিবার রাতে হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কলহা এলাকা থেকে এক গাজা পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত যুবকের নাম সুমন দাস (২৯)।বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বারোডাঙ্গা গ্রামে। তার কাছ থেকে প্রায় ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার তাকে মালদা কোর্টে তোলা হয় বলে পুলিশ সূত্রের খবর।



পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এদিন রাতে
হরিশ্চন্দ্রপুর থানার কলহা গ্রামে হানা দেয়।ওই যুবক একটি বস্তায় ভোরে টোটোতে করে ১০ কেজি গাঁজা পাচার করছিল। হাতেনাতে ধরা পড়ে যায়। এত পরিমাণ গাঁজা নিয়ে সে কোথায় যাচ্ছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার স্পেশাল পুলিশ টাস্ক ফোর্স।



Advertisements

Leave a Reply