November 13, 2024

রবিবারের বৈঠকী আড্ডায় শারদ শুভেচ্ছা

0
Advertisements

HnExpress শারদীয়া সংখ‍্যার আড্ডা জোন, কবি সৃজন ঃ

মায়ার বন্ধন

~*~*~*~*~*~*~*~

এক পাড়া’তে বসত-বাড়ি
সকাল-বিকেল দেখা,
এক পূজো’তে মেলামেশা
সম্প্রীতি হোক শেখা।

এক হাড়ি’তে ফুটছে যে ভাত
খায় তো সে ভাত লোকে,
এক পোশাকে ক’জন জানো
ভোগে আপন শোকে।

এক চোখে’তে দৃষ্টি কখন
কমছে বেজায় রাগে,
এক রোখা’তে ধরছে বাজি
যদি-বা আসে বাগে।

এক গলি’তে আসা-যাওয়া
এক সিড়িতে ওঠা,
খবর নেইকো রোজ জীবনে
আছে অনেক ঘটা।

এক গাড়ি’তে জীবন চলে
এক মাটিতে বাঁচা,
এক বাংলার সম্প্রীতি’তে
সম্পর্ক নয় কাঁচা।

এক মানুষের ভালোবাসা
এক করে দেয় প্রাণ,
এক তালে’তে সুরের বিষাণ
মেটায় অভিমান।

অনুষ্ঠিত হতে চলেছে আমাদের এবছরের পুজো পরিক্রমা ২০১৯, যারা যারা আমাদের সাথে সহযোগী পার্টনার ও মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হতে ইচ্ছুক তারা অতিসত্বর যোগাযোগ করুন ঃ ৬২৮৯২৩৫০৭৬।

এক মানুষের একটি কথায়
দূর হবে সব দ্বেষ,
এক বাংলার কৃষ্টি কভু
হবে নাকো শেষ।

এক আদলে বৃষ্টি যদি
এক নাগাড়ে ঝরে,
প্রেম-প্রীতি সব অনুভূতি
রইবে সদা ঘরে।

এক কাপড়ে গরীব-দুখি
এক চালা’তেই সুখী,
এক মুঠো চাল ওদের ঘরে
দু’টাকা’তেই রুখি।

এক বাসনে রাতের খাবার
এক পিড়ি’তে বাসর,
এক বিয়ে’তে খৈ পোড়ানো
সে এক দারুণ আসর।

এক মাঘে’তে শীত যায় না
এক শালিকের দেখা,
এক মনে’তে ছবি আকা
সত‍্যি সেটাই শেখা।

এক হৃদয়ের আছে যে টান
এক সুরে রয় লতা,
এক কথা’তেই বিদ‍্যাসাগর
ভাষার-ই দেবতা।।

Advertisements

Leave a Reply