কলকাতার বুকে ঘটেই চলেছে একের পর এক বিধ্বংসী অগ্নিকাণ্ড
HnExpress গতকাল আবারও এক ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হল কলকাতার হিন্দ সিনেমার কাছে এক বহুতল আবাসনের বাসিন্দারা। এই ভয়াবহ আগুনের লেলিহান শিখা কালো ধোঁয়ার কুন্ডলী পাকিয়ে মুহুর্তের মধ্যে ছড়িয়ে পরে আবাসনের ছাদে। স্থানীয় সুত্রে জানা গেছে, কলকাতার ১৭২ লেলিন সরণী সংলগ্ন ঐ বহুতল আবাসনের যে অংশ আগুনে ভস্মীভূত হয়েছে, সেটি মুলতঃ একটি গেস্ট হাউস ছিল। যদিও স্থানীয়দের সহযোগিতা ও তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের ৬টি ইঞ্জিন।
আর দমকল কর্মীদের তথ্য অনুযায়ী জানা যায় আগুন লেগেছিল আবাসনের পাঁচতলায়। সুত্র থেকে আরও জানা গেছে যে, এদিন হিন্দ সিনেমার কাছে ওই বহুতলের ছাদে আগুন লাগার ফলে উপর থেকে চাঙড় ভেঙ্গে পরতে শুরু করে। লেনিন সরণীর উপর থেকেই হোস পাইপের দ্বারা জল দিয়ে ক্রমাগত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যায় দমকল বাহিনীর কর্মীরা। তাঁরা আরও জানিয়েছেন যে, আশেপাশের বহুতলের ছাদে উঠে আগুন নেভানোরও চেষ্টা চালিয়েছি আমরা। তবে দাউ দাউ করে জ্বলতে থাকা লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পরছে আশেপাশে। আর সেটাই ভয়ের কারণ।
যেকোনো রকম বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।
পাশাপাশি তারা জীবন হাতে নিয়েও আগুন লাগা সেই বহুতলের ভিতরেও ঢোকার চেষ্টা চালায়। এদিকে আগুন লাগা আবাসনের ছাদের উপরের অংশটি ছিল অ্যাসবেস্টসের ছাউনি দেওয়া। আগুন লেগে সেই ছাউনিও পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যেই আনা হয়েছে হাইড্রলিক ল্যাডার। প্রয়োজনে সেটাও ব্যবহার করা যেতে পারে। গত কয়েক মাস ধরেই কলকাতা সহ পাশাপাশি বেশ কিছু জেলার বুকে নানা জায়গায় ঘটে চলেছে একের পর এক বিধ্বংসী অগ্নিকান্ড। যার জেরে আতঙ্কগ্রস্ত সারা শহর তথা মফস্বলি।
আশেপাশে আরও বহুতল থাকায় যাতে আগুন সেখানে ছড়িয়ে না পড়ে তার জন্য যত দ্রুত সম্ভব আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় দমকল কর্মীরা। ওই বহুতলের বিভিন্ন ফ্লোরে, বিশেষ করে উপরের দিকের দু’টি ফ্লোরে আগুন লেগে গিয়েছিল বলে জানিয়েছে স্থানীয়রা। তবে ভালো খবর হলো আগুন লাগা বহুতলে কেউ আটকে নেই বলে জানিয়েছেন দমকল কর্মীরা। তবে আশেপাশের বহুতলে আটকে ছিলেন অনেক মানুষই। তবে দমকল বাহিনীর সাহসীকতা ও তৎপরতায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। বেশ ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানীর খবর নেই এপর্যন্ত।