September 9, 2024

বিয়ে বাড়ির অনুষ্ঠান চলাকালীন বিস্ফোরণে মৃত ১, আহত ৩

0
Advertisements


HnExpress নিজস্ব প্রতিনিধি, বাগুইআটি ঃ বিয়ে বাড়ির অনুষ্ঠান চলাকালীন হঠাৎই এক বিস্ফোরণে উলোটপালোট হয়ে গেল সব। এই ভয়াবহ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। ঘটনাটি ঘটেছে শহর কলকাতার বুকে। সূত্রের খবর, একটি বিয়ে বাড়ির গ্যাস সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণটি ঘটেছে। মুহুর্তের মধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় দমকলবাহিনীর দুটি ইঞ্জিন ও বাগুইআটি থানার পুলিশ।

জানা গেছে, বাগুইআটির ধারে একটি ব্যাঙ্কোয়েট হলে চলছিল বিবাহের নানাবিধি ও ভোজ অনুষ্ঠান। সেই সময়েই হঠাত্‍ বিকট শব্দে কেঁপে ওঠে গোটা হলটি, ধোঁয়ায় ভরে যায় চারিদিক। হুহু করে আগুন গ্রাস করতে থাকে বাড়িটিকে। সেই ব্যাঙ্কোয়েট হলের একটি প্যানেল বক্সও ভেঙে পড়ে হুড়মুড়িয়ে। দুর্ঘটনাস্থলে বাগুইআটি থানার বিশাল পুলিশ বাহিনী এসে ঘটনার তদারকি শুরু করেন। জানা যায় পাশাপাশি দুটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। পাশেই শপিং মল, দোকানপাট এবং আরও আবাসনও রয়েছে। অত্যন্ত ব্যস্ততম এলাকা। আচমকা সন্ধেবেলা বিস্ফোরণে কেঁপে ওঠে বিয়েবাড়িটি। বাড়িটিতে আগুন ধরে যায়।



পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, শেখর নামে ব্যাঙ্কোয়েট হলের এক নিরাপত্তা রক্ষী সেই সময় ইলেকট্রিকের ঘরেই উপস্থিত ছিলেন। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের সময়ে প্যানেল বক্সটি তাঁর গায়ের উপর ভেঙে পড়ায় দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় শেখরের। এছাড়া আরও তিনজন আহত হয়েছেন এই দুর্ঘটনায়। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী জানা গেছে যে, গ্যাস সিলিন্ডার লিক করে এই বিস্ফোরণ এবং তারপর ইলেকট্রিক বক্সটি ভেঙে যাওয়ার কারণেই আগুন লাগে ব্যাঙ্কোয়েট হলটিতে। অন্যদিকে দমকল সূত্রের খবর, দুর্ঘটনার জেরে ব্যাঙ্কোয়েট হলের ভিতর বিয়ে বাড়িতে আসা বহু নিমন্ত্রিত মানুষ আটকে পরেন। যদিও পরে দমকলবাহিনীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং ভিতরে আটকে থাকা মানুষদের নিরাপদ স্থানে নিয়ে আসা সম্ভব হয়।

Advertisements

Leave a Reply