January 15, 2025

ফের ভয়াবহ রেল দুর্ঘটনা, লাইনচ্যুত হল নর্থ ইস্ট এক্সপ্রেসের ৫টি বগি

0
Advertisements

HnExpress ব্যুরো রিপোর্ট, বিহার : ফের ভয়াবহ রেল দুর্ঘটনা, আবারও লাইনচ্যুত হলো এক্সপ্রেস ট্রেন। এবারে লাইনচ্যুত হয়ে নর্থ ইস্ট এক্সপ্রেসের ৫টি বগিই তছনছ। এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে, আর আহতদের একাধিক। দুর্ঘটনাটি ঘটে, বিহারের বক্সার জেলার রঘুনাথপুর স্টেশনের কাছে। রেল সূত্রে জানা গেছে, রাত প্রায় সাড়ে ৯টায় দিল্লির আনন্দ বিহার থেকে অসমের কামাখ্যা স্টেশনের দিকে অগ্রসর হচ্ছিল ১২৫০৬ নর্থ ইস্ট এক্সপ্রেস ট্রেনটি।

চার মাস আগের করমণ্ডল এক্সপ্রেসের সেই বিপর্যয়ের দৃশ্য বিহারে আরও এক ভয়াবহ রেল দুর্ঘটনার মধ্য দিয়ে উস্কে দিলো সেই দগদগে স্মৃতিকে। কিন্তু ঠিক কী কারণে আবারও এই দুর্ঘটনা? তা জানতে গতকাল থেকেই তদন্ত চালু করেছিল রেল কর্তৃপক্ষ, দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই সেই রিপোর্ট জমাও পড়ে গেছে। তবে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের স্বতঃস্ফূর্ত উদ্যোগে তড়িঘড়ি দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য তদন্ত শুরু হয়।

একটি এক্সপার্ট কমিটির তত্বাবধানে প্রযুক্তিগত দিক থেকে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে কিনা তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়। আর প্রাথমিক তদন্তে জানা যায়, এই দুর্ঘটনার পিছনে চালক এবং কেবিন ম্যানের যথেষ্ঠ ত্রুটি রয়েছে। এছাড়া, রেললাইনের ঠিকমত রক্ষণাবেক্ষণ হয়নি বলেও জানা গেছে। রিপোর্টের শেষ পাতায় লাইনচ্যুত হয়ে ট্রেনের বগিগুলি কী অবস্থায় পড়েছিল তাও এঁকে দেখানো হয়েছে।

শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জানা গেছে, এসি কোচ সহ ট্রেনের প্রায় ২১টি কামরাই লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন কমপক্ষে ৭০ জন। প্রথমে উদ্ধারকাজ শুরু করে স্থানীয় বাসিন্দারা। পরে ঘটনাস্থলে পৌঁছায় রেল আধিকারিকরা। রাতভর ধরে চলছে উদ্ধার কাজ।

Advertisements

Leave a Reply