ফের ভয়াবহ রেল দুর্ঘটনা, দাউ ডাউ করে জ্বলছে ফলকনামা এক্সপ্রেসের এসি কোচ সহ তিনটি বগি
HnExpress ওয়েবডেক্স নিউজ, তেলেঙ্গনা : আবারও বড়সড় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ভারতীয় রেলের (Indian Railway) ইতিহাসে। এবারে বিধ্বংশী অগ্নিকান্ডের শিকার হাওড়া থেকে হায়দ্রাবাদগামী ফলকনামা এক্সপ্রেস (Falaknuma Express)। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার (Telangana) বোমাইপালি (bowmapali) এবং পাগিদিপল্লির (pagidipalli) স্টেশনের ঠিক মাঝামাঝি জায়গায়।
সুত্রের খবর, সেকেন্দ্রাবাদ স্টেশনে (Secunderabad station) ঢোকার মুখে দাউ দাউ করে জ্বলে ওঠে এসি কোচ সহ তিনটি বগি। ঝাঁপ দিয়ে ট্রেনের কামরা থেকে নেমে নিজেদের প্রাণ বাঁচানোর চেষ্টা করে ট্রেনের যাত্রীরা। গোটা এলাকা কালো ঝোঁয়ায় ভরে যায়। বলেশ্বরের করমণ্ডল এক্সপ্রেসের (Balasore Coromandel Express) ভয়াবহ দুর্ঘটনার ক্ষত এখনো দগদগে ঘায়ের মতো তাজা।
যার রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি স্বজনহারানো পরিবার থেকে ঘটনার প্রত্যক্ষদর্শী (I witness)। একের পর এক জায়গায় ট্রেন দুর্ঘটনায় ভারতীয় রেলের (Indian Railway) সুরক্ষা ব্যবস্থা নিয়েও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সম্প্রতি পুরুলিয়ার (Purulia) আদ্রায় (Adra) ঘটে যাওয়া মালগাড়ি দুর্ঘটনা নিয়েও এই একই প্রশ্ন উঠেছিল।
প্রসঙ্গত, শুক্রবার সকালে সেকেন্দ্রাবাদ স্টেশনের ঢোকার আগে বাইরে দুই স্টেশনের ঠিক মাঝামাঝি জায়গায় সিগনালের জন্য দাঁড়িয়েছিল ট্রেনটি। সেসময় হঠাৎই এসি কামড়ায় আগুন লেগে যায়। মুহূর্তে দাউ দাউ করে জ্বলে ওঠে কামরাটি।
কালো ধোঁয়া গলগল করে বেরোতে শুরু করে। ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে ট্রেনের কামরা থেকে লাফ দিয়ে নেমে পড়েন যাত্রীরা। আর অন্যান্য কামরার যাত্রীরও ট্রেন থেকে লাফ দিয়ে রেলের লাইনে নেমে পড়েন।
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় রেলের কর্মীরা। আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু ঠিক কীভাবে এমন বিধ্বংসী অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটল তা এখনো স্পষ্ট নয়। যদিও এই গোটা বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ।