December 11, 2024

রাত পোহালেই পঞ্চায়েত ভোট, তার মধ্যেই ভাইরাল পোস্ট নিয়ে সরগরম রাজ্য রাজনীতি

0
Fb Img 1688697344745
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : আর মাত্র ২৪ ঘন্টা বাকি, রাত পোহালেই শুরু পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। আগামীকাল ৮ই জুলাই, শনিবার রাজ্যে একদফার ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট। আর এই ভোট প্রচারকে ঘিরেই সরগরম বাংলার রাজ্য রাজনীতি (State Politics)।

এবার পঞ্চায়েত ভোটের প্রার্থী নাকি মমতা ব্যানার্জি (Mamata Banerjee)! নামটা শুনেই কেমন চমকে উঠলেন তাই না, তবে হ্যাঁ ঠিক নামই শুনেছেন। পঞ্চায়েত নির্বাচনে লাল শিবিরের প্রার্থী নাকি মমতা ব্যানার্জি। এমনই একটি দেওয়াল লিখনের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে (Social Media)। 

ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যাচ্ছে যে, লাল রঙের দেওয়াল লিখনে লেখা রয়েছে, “পঞ্চায়েতে ঘুঘুর বাসা ভাঙতে কমরেড মমতা ব্যানার্জিকে (Comrade Mamata Banerjee) বিপুল ভোটে জয়ী করুন। পাশে রয়েছে কাস্তে হাতুড়ির সিম্বল।” যদিও এই দেওয়াল লিখনটা আদোতে কোথাকার তা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি।

কিন্তু এমন একটি দেওয়াল লিখন সোশ্যাল মিডিয়াতে (Social Media) ভাইরাল (Viral Post) হতেই তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। যদিও এখনো জানা সম্ভব হয়নি যে এটা আদৌ দেওয়াল লিখন নাকি এডিট করা ছবি (Edited Picture)। তবে এটা যে শুধুমাত্রই শাসক দলকে নিয়ে খিল্লি করার অভিপ্রায়, তা কিন্তু বলাই বাহুল্য।

সূত্র : ওয়েবডেক্স (খবরের সত্যতা যাচাই করেনি এইচ এন এক্সপ্রেস)।

Advertisements

Leave a Reply