January 21, 2025

মায়ের মারের হাত থেকে বাঁচতে ছ’তলা থেকে লাফ দিলো শিশু

0
Advertisements

HnExpress ওয়েবডেক্স নিউজ : মায়ের মারের হাত থেকে বাঁচতে ছয়তলা থেকে নিচে লাফ দিয়েছে এক শিশু। ঘটনাটি ঘটেছে চিনে (China)। এই ভয়াবহ ঘটনায় পুরো চিনে (China) ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ঘটনার প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় অনেকেই ওই মায়ের প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন। তারা বলছেন, চিন (China) দেশে শিশু সুরক্ষা আইন আরো বেশি কঠোর হওয়া প্রয়োজন।

দেশের আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের (international news agency) প্রতিবেদন অনুযায়ী জানা গেছে যে, গত ২৫শে জুন চিনের ( china) পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশে (Eastern Anhui Province) এই ঘটনাটি ঘটেছে। শিশুটির মা একটি লাঠি দিয়ে তাকে মারধর করছিল।

সেই মারের হাত থেকে বাঁচতে শিশুটি আবাসিক ভবনের এক্সটার্নাল এয়ার কন্ডিশনারের (external air condition) একটি ইউনিট দিয়ে নিচে ঝাঁপ দেয়। ওখানে উপস্থিত এক ব্যক্তি ওই ঘটনার ভিডিও করেন। সেই ভিডিওতেই তাকে বলতে শোনা যায়, শিশুটিকে যেন মারধর না করা হয়।

ওই মহিলার প্রতিবেশীরা জানিয়েছেন, তারাও এটা শুনেছেন। তবে এর মধ্যে হঠাৎ করেই শিশুটি ছ’তলা থেকে লাফ দেয়। পরবর্তীতে দ্রুত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তার বেশ কিছু হাড়গোড় ভেঙে গেছে বলে জানানো হয়েছে। তবে তার আঘাত গুরুতর হলেও মৃত্যুর কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চিনের ( china) উইবোতে (webo) শিশুটির পড়ে যাওয়ার ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ১০ মিলিয়নের বেশি ভিউ হয়েছে। পুলিশ পরবর্তীতে একটি পোস্ট করে জানায়, শিশুটির মা আসলে তাকে মারধর করছিলেন তাকে ঘরের মধ্যে আনার জন্য। কারণ তিনি ভয় পাচ্ছিলেন যে, তার ছেলে হয়তো পড়ে যেতে পারেন। কিন্তু অবশেষে সেটাই ঘটল যেটার ভয় তিনি পাচ্ছিলেন।

Advertisements

Leave a Reply