September 12, 2024

ময়লার বস্তা থেকে উদ্ধার এক নবজাতক কন্যা শিশু

0
Advertisements

HnExpress ওয়েবডেক্স নিউজ, ব্যুরো রিপোর্ট : রাস্তার ময়লার ব্যাগ থেকে এক নবজাতক কন্যা শিশুকে কুকুরে মুখে করে নিয়ে যাওয়ার সময় শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা। এমন মর্মান্তিক ঘটনাটি বুধবার লেবাননের (Lebanon) রাজধানী ত্রিপলি (Tripoli) এলাকায় ঘটেছে। এই ঘটনার কথা সোশ্যাল মিডিয়াতে চাউর হতেই হতচকিত গোটা বিশ্ববাসী (Whole World)। শিশুটিকে উদ্ধার করার পরে তার শরীরের অনেক জায়গায় বেশকিছু আঘাতের চিহ্ন দেখা যায়।

তড়িঘড়ি শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরে নিরাপত্তা পরিষেবা ও এলাকার বিচার বিভাগীয় কর্তৃপক্ষকে জানানোর পর শিশুটিকে ত্রিপলি (Tripoli) সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, শিশুটি কয়েক ঘণ্টা আগেই জন্মগ্রহণ করেছে। তবে শিশুটিকে ঠিক কোন্ সময় ময়লার স্তূপে ফেলে দেওয়া হয় সেটা এখনো জানা যায়নি।

এছাড়া শিশুটির শারীরিক অবস্থাও বেশ আশঙ্কাজনক। হাসপাতাল তরফে তার সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে নারাজ। ত্রিপলিতে সাংবাদিক হিসেবে কাজ করেন গাসান রাফি। তিনি বলেন, তার ক্যারিয়ারে এমন দৃশ্য দেখেনি। তিনি আরও জানান, এর আগে কেউ বাচ্চা লালন পালন করতে না চাইলে তাকে অনাথআশ্রম বা পুলিশ স্টেশনের কাছে রেখে যাওয়া হত

কিন্তু এখন দৃশ্যটি এমন ভয়াবহ রূপ নিয়েছে, যা মানব সমাজের লজ্জার বিষয়। শিশুটিকে কে বা কারা এরকম নৃশংসভাবে ফেলে গেছে তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। শিশুটি সুস্থ হয়ে উঠলে তাকে যদি কেউ দত্তক না নেয়, তাহলে আইন অনুযায়ী শিশুটির স্থান কোনো অনাথ আশ্রমেই যে হবে, তা বলাই বাহুল্য।

Advertisements

Leave a Reply