সিআইডির হাতে আটক ৮ জঙ্গি, কেউ শিক্ষক তো কেউ আদালতে কর্মরত
HnExpress ওয়েবডেক্স নিউজ, কাশ্মীর : অবশেষে সিআইডির হাতে ধরা পড়ল ৮ জঙ্গি (Militants)। এদের মধ্যে কেউ শিক্ষক তো আবার কেউ আদালতে কর্মরত। কিন্তু তিন দশক ধরে পুলিশের চোখে ধুলো দিয়েও শেষ রক্ষা করতে পারল না আর।
বৃহস্পতিবার কাশ্মীরের ডোডা জেলা থেকে তদন্ত সংস্থা এসআইএ এবং সিআইডির আধিকারিকদের হাতে গ্রেফতার হল সেই ৮ জঙ্গি (Militants)। ধৃতেরা বিচারব্যবস্থার চোখ এড়িয়ে বিগত কয়েক দশক ধরে স্বাভাবিক ছন্দেই জীবনযাপন করছিলেন বলেও জানিয়েছে পুলিশ।
এই ধৃত আট জঙ্গির (Militants) নাম —আদিল ফারুক ফরিদি, মহম্মদ ইকবাল ওরফে জাভেদ, মুজাহিদ হুসেন ওরফে নিসার আহমদ, তারিক হুসেন, ইশতিয়াক আহমদ, আজাজ আহমদ, জামিল আহমদ এবং ইশফাক আহমদ। এঁদের মধ্যে ফরিদি জম্মুর শিক্ষা দফতরের কর্মী ছিলেন।
অন্যদিকে, ইশফাক ডোডা কোর্টে মুহুরির কাজ করতেন। পুলিশ জানিয়েছে, ধৃতদের সকলের বিরুদ্ধেই সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে। অভিযুক্তদের শীঘ্রই জম্মুর আদালতে পেশ করা হবে সূত্রের খবর।