১.২০ কোটি মূল্যের ১৬টি সোনার বিস্কুট সহ পাচারকারী গ্রেপ্তার বিএসএফ এর হাতে

0

HnExpress নিজস্ব প্রতিনিধি, নদীয়া : সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, বিএসএফ (BSF) এর দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে ৮ ব্যাটালিয়ন এর সীমান্ত চৌকি মাহিন্দ্রার জওয়ানরা ১৬টি সোনার বিস্কুট সহ একজন পাচারকারীকে ধরে ফেলে। বাজেয়াপ্ত করা সোনার ওজন ছিল ১৯৮৯.১৮০ গ্রাম, এই বাজারে যার মূল্য ১,১৮,৭৫,৪০৫ টাকা। ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার ফতেহপুর গ্রামের সীমান্তের কাছে

১লা সেপ্টেম্বর বিএসএফ (BSF) কর্মীরা স্বর্ণ চোরাচালানের বিষয়ে বিশ্বাসযোগ্য খবর পান। কংক্রিট খবর পাওয়া মাত্রই সৈন্য মানে জওয়ানরা আরও সজাগ হয়ে ওঠে। প্রায় ১১২০ ঘন্টা, জওয়ানরা বেড়ার ওপারে চাষ করার পরে ফিরে আসা এক সন্দেহভাজন ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করে। তল্লাশির সময়, জওয়ানরা চোরাকারবারীর খাওয়ার পাত্রে ১৬টি সোনার বিস্কুট খুঁজে পায়।

জওয়ানরা (Soldiers) ঘটনাস্থলেই পাচারকারীকে আটক করে এবং জিজ্ঞাসাবাদের জন্য সীমান্ত চৌকিতে নিয়ে আসে। ধৃত পাচারকারীর নাম মনোহর বিশ্বাস (৫২)। নদীয়া জেলার হাঁসখালী থানার অন্তর্গত ফতেহপুর গ্রামের বাসিন্দা সে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরাকারবারী মনোহর বিশ্বাস জানান, একদিন আগে তার গ্রামের বাসিন্দা হারু ঘোষ তার সঙ্গে যোগাযোগ করে। হারুই তাকে রাজি করান বাংলাদেশ থেকে সোনা আনতে।

তিনি আরও জানান, সকালে বেড়ার সামনে অবস্থিত তার খামারে গিয়েছিলেন। মহেশপুর থানার চাপতলা গ্রামের বাসিন্দা মধু মিয়া তাকে জিরো লাইনের কাছে ১৬টি সোনার বিস্কুট দিয়েছিলেন। দুপুরের খাবারের টিফিনে সেই সোনার বিস্কুট লুকিয়ে রাখেন তিনি। সোনার ডেলিভারিতে সফল হলে হারু ঘোষের কাছ থেকে তার হাজার টাকা পাওয়ার কথা ছিল। কিন্তু সীমান্ত অতিক্রম করার সময় বিএসএফ (BSF) জওয়ানরা তাকে ধরে ফেলেন।

আটক পাচারকারীকে স্বর্ণ সহ শুল্ক বিভাগ, মাজদিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে। এ কে আর্য, ডিআইজি, বিএসএফ, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক, সৈন্যদের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন যে, বিএসএফ (BSF) জওয়ানরা চোরাকারবারিদের প্রতিটি ন্যাক্কারজনক কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে। ওই কর্মকর্তা সমস্ত চোরাকারবারিদের পরামর্শ দিয়ে বলেন, তারা যেন চোরাচালানের পথ ছেড়ে মূল স্রোতে ফিরে আসে।

অন্যথায় ঘৃণ্য উদ্দেশ্যের জন্য কাউকে রেহাই দেওয়া হবে না। তিনি সীমান্তে বসবাসকারী লোকদের কাছে আবেদন করেন যে, তারা যদি তাদের জ্ঞাতসারে সোনা চোরাচালান সম্পর্কিত কোনও তথ্য পান তবে তারা বিএসএফের (BSF) সীমা সাথী হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। আপনি এই নাম্বারে 14419, এ বিষয়ে জানাতে পারেন। এছাড়া দক্ষিণবঙ্গ সীমান্তের আরও একটি নম্বর রয়েছে।

9903472227 এই হোয়াটস্যাপ নাম্বার জারি করা হয়েছে, যাতে সোনা পাচার বা চোরাচালান সংক্রান্ত হোয়াটসঅ্যাপ মেসেজ বা ভয়েস মেসেজ পাঠানো যায়। সঠিক তথ্য প্রদানকারী ব্যক্তিকে উপযুক্ত পুরস্কারের অর্থ প্রদান করা হবে এবং তার পরিচয় গোপন রাখা হবে বলেও জানায় বিএসএফ (BSF) আধিকারিক।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply