গাড়ি দূর্ঘনায় আহত সাদার্নের কোচ সহ শীর্ষ কর্মকর্তারা

0

HnExpress নিজস্ব প্রতিনিধি, গুরাপ : বুধবার কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের ম্যাচ ছিল সাদার্ন সমিতি ও পাঠচক্রের মধ্যে। খেলা ছিল দুর্গাপুরে। আর দুর্গাপুরে যাওয়ার পথে গুরাপের কাছে তাদের গাড়ি দুর্ঘনায় পড়ে। গুরুতর চোট পান ক্লা সহ-সভাপতি প্রণব মুখোপাধ্যায়। চোট পেয়েছেন কোচ রঞ্জন ভট্টাচার্য্য ও সচিব সৌরভ পাল। সুত্রের খবর, ১৯ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আহত হয়েছেন সার্দান সমিতি ফুটবল ক্লাবের তিন কর্মকর্তা।

বুধবার দুর্গাপুরে কলকাতা লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল সাদার্ন সমিতি ও পাঠচক্র৷ সাদার্ন সমিতির খেলোয়াড়েরা গতকালই সেখানে পৌঁছে গিয়েছিলেন বলে জানা গেছে। এদিন সকালে কলকাতা থেকে একটি চারচাকা করে দুর্গাপুর যাচ্ছিলেন কোচ ও কর্মকর্তারা। গুড়াপ থানার কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে চাকা ফেটে গেলে গাড়ির চালাক নিয়ন্ত্রণ হারান।

প্রথমে ডিভাইডারে ধাক্কা মারার, পর একটি ট্রেলারের পেছনে ধাক্কা মারে গাড়িটি। আর তাতেই কোচ-কর্মকর্তারা আহত হন। গুরুতর আহত হয়েছেন কর্মকর্তা ডা: প্রণব মুখোপাধ্যায়। আহতদের উদ্ধার করে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কলকাতা ফুটবল লিগের খেলা সারা বাংলায় ছড়িয়ে দেওয়ার ভাবনায় ম্যাচের আয়োজন করা হয়েছিল দুর্গাপুরে।

আইএফএ সচিব জানিয়েছেন, গাড়ি দুর্ঘটনায় তিনজনই কমবেশি আহত হয়েছেন। তবে এখন প্রত্যেকেই স্থিতিশীল। প্রণবের মাথায় সেলাই করা হয়েছে। তবে চোট তেমন গুরুতর কি না, বুঝতে সিটিস্ক্যান করতে হয়েছে। কিন্তু তাতে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। সৌরভের হাতে চোট লেগেছে। রঞ্জন ভট্টাচার্যেরও একাধিক জায়গায় চোট ছিল৷ হাসপাতালে ভর্তি না-করতে হলেও দুর্গাপুরের ম্যাচে কেউই যেতে পারেননি৷ কলকাতায় ফিরে এসেছেন তাঁরা৷

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply