December 10, 2024

ICC WORLD CUP : বিশ্বকাপে এক নতুন রেকর্ড ভারতীয় ক্রিকেট দলের

0
Team India Will Play World Cup 2023 At 9 Venues Know About This Stadium India Record
Advertisements

HnExpress ওয়েবডেক্স নিউজ : এটা কি আই.সি.সি বিশ্বকাপ (ICC WORLD CUP), নাকি খেলার নামে প্রহসন চলছে।‌ এমনই এক বার্তাবহ হাওয়া বইছে সোশ্যাল মিডিয়া (Social Media) জুড়ে। শ্রীলঙ্কাকে (Sri Lanka) হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করার উদ্দেশ্যে ভারতের ক্রিকেটাররা, বোলাররা বেশ আয়েশ করেই তাঁদের সমস্ত অনুশীলন (Training) সেরে নিলেন।

বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে ৩০২ রানের ব্যবধানে হারায় ভারত (India)। বিশ্বকাপে (World Cup) এক নতুন রেকর্ড গড়লো ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। রানের ব্যবধানে এটাই বিশ্বকাপে ভারতের সব থেকে বড় জয়, বলছে ক্রিকেটের ইতিহাস। এর আগে বিশ্বকাপে (World Cup) ভারতের সব থেকে বড় ব্যবধানে জয় ছিল বারমুডার (Barmuda) বিরুদ্ধে।

২০০৭ সালের বিশ্বকাপে (World Cup) ২৫৭ রানে জিতেছিল অধিনায়ক রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এবারে শ্রীলঙ্কাকে ৩০২ রানের বিশাল ব্যবধানে হারালেন রোহিত শর্মারা (Rahit Sharma)। ভারতের (India) দুর্ধর্ষ ব্যাটিং এবং বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারল না শ্রীলঙ্কা (Sri Lanka)।

পয়েন্ট তালিকায় আবার শীর্ষে চলে এল ভারত (India)। এদিন ওয়াংখেড়ের ২২ গজে খেলা শুরু হওয়ার আগেই বিরাট কোহলির (Virat Kohli) নাচ দেখা গিয়েছিল। তবে কি তিনি বিরাট জয়ের আগাম পূর্বাভাস পেয়ে গিয়েছিলেন?

Advertisements

Leave a Reply