December 11, 2024

দুরন্ত জয়ে ফাইনালে পৌঁছালো ভারত

0
Img 20231120 Wa0000
Advertisements

HnExpress শিখা দেব, কলকাতা ঃ দূরন্ত জয়ের মধ্যে রোহিত শর্মার ভারত ফাইনালে পৌঁছে গেলো। ওয়াংখেড়ের মাঠে সেমি ফাইনালে ভারত ৭০ রানে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে আবার বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে। টসে জিতে অধিনায়ক রোহিত ব্যাট করার সিদ্ধান্ত নেন। বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, শুভমান গিল ও রোহিত শর্মারা ঝড়ের গতিতে রান করতে থাকেন।

রোহিত ৪৭ রানে আউট হওয়ার পরে শুভমান গিল আর বিরাট কোহলির ব্যাট থেকে বন্যার স্রোতের মতো রান আসতে থাকে ভারতের কোর্টে। কিন্তু এর মধ্যেই শুভমান পায়ে চোট পাওয়ায় ড্রেসিং রুমে চলে যান। তখন খেলতে মাঠে নামেন শ্রেয়স আইয়ার। কোহলি আর শ্রেয়স জুটি একের পর এক রান করে ভারতের স্কোর বোর্ড মজবুত করতে থাকেন। কোহলি ১১৭ রান করে আউট হন।

এই মাঠে বিরাট কোহলি শতরান করায় শচীনের একদিনের ক্রিকেটে ৪৯তম শতরানকে টপকে গেলেন। কোহলি ৫০তম শতরান করার কৃতিত্ব দেখালেন। শ্রেয়স আইয়ারের ব্যাট থেকেও শতরান এলো। তিনি করেন ১০৫ রান। অন্যদিকে শুভমান ৮০ রানে অপরাজিত থাকেন। ভারত ৪ ইউকেটে ৩৯৭ রান করে নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। তবে নিউজিল্যান্ড ৩৯৮ রান করবার লক্ষ্যে প্রথম দুটি উইকেট তাড়াতাড়ি পড়ে গেলও রণে ভঙ্গ দেয়নি।

মিচেল লড়াইয়ের মধ্যে থাকলেও শেষ পর্যন্ত ছিটকে যেতে হয়। মিচেল শতরান করেন। সামির দুরন্ত বোলিংয়ের কাছে তাসের ঘরের মতো নিউজিল্যান্ড দল টুস করে ভেঙে পড়ে। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকে ৩২৭ রান করে থমকে যেতে হয়। ৭০ রানে ভারতের কাছে হার স্বীকার করে এবারের বিশ্বকাপ ক্রিকেট থেকে বিদায় নিতে হল নিউজিল্যান্ডকে। রোহিত শর্মা ব্রিগেড টানা দশটা জিতে সবাইকে অবাক করে দিল।

Advertisements

Leave a Reply