January 23, 2025

ক্রিকেট বিশ্বযুদ্ধে মুখোমুখি রোহিত শর্মা বনাম প্যাট কামিন্স ব্রিগেড

0
Advertisements

HnExpress শিখা দেব, কলকাতা ঃ সাজো সাজো রব আমেদাবাদ নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে ঘিরে। রবিবার বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারত আর অস্ট্রেলিয়ার মহারণ। কে জিতবে এই মহাযুদ্ধে ? তা নিয়ে ব্যাখ্যার শেষ নেই। রোহিত শর্মার ভারত ফাইনালে উড়িয়ে দিতে পারবে অপরাজেয় অস্ট্রেলিয়াকে? না, প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া বাজিমাত করবে ভারতকে কুপোকাৎ করে?

তবে দুই দলই যে তুমুল চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে তা নতুন করে বলে দেওয়ার প্রয়োজন নেই। রোহিত, বিরাট কোহলি, শুভমান, শ্রেয়স, লোকেশ, রহুলরা যেমন তৈরি আবার তেমনই মহম্মদ শামি, জশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, জাদেজা বা মহম্মদ সিরাজরাও দারুন ছন্দে রয়েছেন। অন্যদিকে প্যাট কামিন্স, ম্যাক্সওয়েল, স্টিভ, জাম্পা ও হেজেলউডরা এক ইঞ্চি জমিও ছেড়ে কথা বলবেন না।

মেগা ফাইনালে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা বলাই বাহুল্য। ২০০৩ সালে এই অস্ট্রেলিয়া দলের কাছে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে সৌরভ গাঙ্গুলির ভারত হেরে গিয়েছিল। এবারে কী মধুর প্রতিশোধ নিতে পারবে এই প্রশ্নটা এখন কোটি টাকার ব্যাপার! যাইহোক না কেন, রবিবাসরীয় বিশ্বযুদ্ধের রঙ কেমন হয় এখন সেইটাই দেখবার বিষয়।

Advertisements

Leave a Reply