দুয়ারে সরকার ক্যাম্পে যেমন প্রকল্প তেমন সাজো, লক্ষ্মী ও কৃষক সেজে দেওয়া হল ফর্ম
HnExpress বিশ্বজিৎ মন্ডল, মালদা ঃ মালদার হরিশচন্দ্রপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত মালিওর ১নং গ্রাম পঞ্চায়েতের মিটনা হাইস্কুলে বৃহস্পতিবার দুয়ারে সরকার ক্যাম্পে প্রশাসনের পক্ষ থেকে দেখা গেল এক অভিনব উদ্যোগ। সাধারণ মানুষের কাছে প্রকল্পকে আকর্ষণীয় করে তুলতে ‘যেমন প্রকল্প তেমন সাজো’।
অর্থাৎ লক্ষীর ভান্ডারের জন্য লক্ষ্মী সেজে এবং কৃষক বন্ধুর জন্য কৃষক সেজে দেওয়া হল ফর্ম। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। এদিন উপস্থিত ছিলেন এলাকার পঞ্চায়েত প্রধান এবং বিডিও বিজয় গিরি।
হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের বিডিও বিজয় গিরি বলেন, দুয়ারে সরকার ক্যাম্প মানুষের কাছে আকর্ষণীয় করে তুলতে এই ধরনের উদ্যোগ। এদিন সাধারণ মানুষের উপস্থিতি এবং উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রত্যেকে সঠিক পরিষেবা পেয়েছে বলে জানা গেছে।
যেকোনো ধরনের ডিজিটাল বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ঃ ৬২৮৯২৩৫০৭৬