December 11, 2024

মাঘীপূর্ণিমা উপলক্ষে জমজমাট মেলা মালদায়

0
Img 20220217 Wa0003
Advertisements


HnExpress বিশ্বজিৎ মন্ডল, মালদা ঃ আজ মাঘী পূর্ণিমার পূণ্যতিথিতে সকাল থেকে মালদার জোতপৃথ্বী উত্তর বাহিনী ঘাটে স্নান করে পুজোয় ব্যস্ত পূর্ণাথীরা। প্রতি বছরই মাঘীপূর্ণিমা উপলক্ষে জোতপৃথ্বী ভাগিরতি ঘাটে এক বিরাট মেলার আয়োজন করে থাকে। মঙ্গলবার খুব সকাল থেকেই ভাগীরথী নদীর ঘাটে ঢল নেমেছে ভক্তদের।



পুজোর পর পরই মেলার আনন্দে মেতে ওঠেন পুণ্যার্থীরা। মালদা বিভিন্ন থানার পাশাপাশি জোতপৃথ্বী ঘাটের ওপার থেকে বিভিন্ন গ্রামেরও প্রচুর ভক্তরা আসেন এই মেলাতে। তবে এই গ্রামেরই তৃণমূল নেতা বরুন মন্ডল জানান, করোনা পরিস্থিতি মাথায় রেখে মেলা জুরে ভক্তরা রয়েছেন নিয়ন্ত্রণে



সব মিলিয়ে আনন্দে মেতে উঠেছে আট থেকে আশি। এ বিষয়ে পুণ্যার্থী মোহন মুর্মূ বলেন, আমি প্রতি বছর এই ঘাটে এসে সকাল বেলায় নদীতে ডুব দিয়ে পূজো করি এবং মেলা পরিদর্শন করি। খুব ভালো লাগে এই ঘাটে এসে। এখানে বিভিন্ন এলাকা থেকে ভক্তরা আসেন।

Advertisements

Leave a Reply