October 11, 2024

ভারতের দুনির্বার স্বপ্ন চুরমার অস্ট্রেলিয়ার দাপটে

0
Advertisements

HnExpress শিখা দেব, কলকাতা ঃ একেবারে তীরে এসে তরী ডুবে গেল ভারতের। বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023), ক্রিকেটের ফাইনালে ভারতের স্বপ্ন হারিয়ে গেলো ছয় উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার কাছে। ভারতের কোনও রণনীতি কাজে এলো না। কুড়ি বছর আগে বিশ্বকাপ (World Cup) ক্রিকেটের ফাইনালে ভারতের স্বপ্ন ভেস্তে গিয়েছিল এই অস্ট্রেলিয়ার কাছেই। তখন ভারতের অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলি।

আর এবারে অধিনায়ক রোহিত শর্মা (Rahit Sharma) ভেবেছিলেন টানা এগারোটি ম্যাচ জিতে বিশ্ব জয় করবেন। সেই আশার আকাশে হারের কালো মেঘ জমাট বাঁধলো। টসে হেরে গিয়ে ভারতকে প্রথম ব্যাট করতে সুযোগ দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। ভারতের অধিনায়ক রোহিত শর্মা শুরুটা ভালো করলেও শুভমান গিল খুব তাড়াতাড়ি আউট হয়ে যান।

World Cup 2023 Winners : Australia, Runner-up : India.

রোহিত অর্ধ শতরানের দোরগোড়ায় এসে আউট হোন। তবে ঘুরে দাড়ানোর চেষ্টায় বিরাট কোহলি আর লোকেশ রাহুল দুরন্ত ভুমিকা নেন। দুইজনেই অর্ধ শতরান করেও ভারতের (India) হার বাঁচাতে পারলো না। ভারত (India) থমকে গেলো ২৪০ রানে। অস্ট্রেলিয়া (Australia) ২৪১ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে চার উইকেট হারিয়ে ২৪১ রান করে ম্যাচ জিতে বিশ্বকাপ নিজের দেশে নিয়ে চলে গেলো।

ট্রাভিস হেড শতরান করেন। ভারত (India) যখন হারের মুখে তখন মাঠে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ছিলেন বলিউডের তারকা সহ অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরাই। খেলা শুরু হওয়ার আগে বায়ুসেনার অভিনব ক্রীড়া প্রদর্শনী সবাইকে মোহিত করে দেয়। ভারতের (India) হারে সবার চোখেই জল চিকচিক করতে থাকে। নিদারুণ হতাশায় ভেঙে পড়েন সকল ক্রিকেটপ্রেমী।

Advertisements

Leave a Reply