December 10, 2024

আগামী বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে হেরে গেলো ভারত

0
Img 20231123 Wa0001
Advertisements

ঘরের মাঠে কাতারের বিরুদ্ধে হার, FIFA বিশ্বকাপের বাছাই পর্বে চাপে সুনীলের ভারত।


HnExpress নিজস্ব প্রতিনিধি, ওয়েবডেক্স নিউজ : বিশ্বকাপের বাছাই পর্বের (World Cup Qualifier) দ্বিতীয় রাউন্ডের ম্যাচে কাতারের কাছে পরাস্ত হলো ভারত (Indian Football Team)। গত বিশ্বকাপের আয়োজক দেশের বিরুদ্ধে ৩-০ গোলে হারল মেন ইন ব্লু। ঘরের মাঠে এই বড় হার বাছাই পর্বে ভারতের অভিযানে চাপ বাড়াতে পারে।

আগামী বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের খেলায় ভারত (India) হেরে গেলো কাতারের কাছে। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে (Kalinga Stadium) কাতার ৩-০ গোলে হারায় ভারতকে। মঙ্গলবার খেলার শুরু থেকে কাতার প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে। খেলার প্রথম পর্বে কাতার ১-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয় পর্বে আরও দুটি গোল করে কাতার।

গত ম্যাচে ভারত ১-০ গোলে হারিয়ে দিয়েছিল কুয়েতকে। লড়াইটা ছিল ডেভিড বনাম গোলিয়াথের। একদিকে কাতার, যাদের ফিফা ক্রমতালিকায় (FIFA Ranking) স্থান ৬১ নম্বরে। যারা গতবারও বিশ্বকাপে খেলেছে। যাদের ফুটবলাররা এখনও নিয়মিত খেলেন প্রথম সারির লিগগুলিতে। অন্যদিকে ভারত, যাদের ফিফা (FIFA) ক্রমতালিকায় স্থান ১০২ নম্বরে।

বিশ্বের প্রথম সারির দলগুলির বিরুদ্ধে খেলার অভিজ্ঞতাও নগণ্য। এই অসম লড়াইয়ে পেরে উঠলেন না সুনীল ছেত্রীরা (Sunil Chhetri)। এদিন ম্যাচের শুরু থেকেই চাপে ছিল ভারতীয় দল। একেবারে গোড়া থেকেই টিম ইন্ডিয়ার (Team India) রক্ষণের ফাঁকফোঁকর স্পষ্ট হয়ে যায়।

এদিন গোলরক্ষক হিসাবে অমরিন্দর সিংকে খেলানোর সিদ্ধান্ত নেন কোচ ইগর স্টিমাচ (Egor Steamech)। চাপের মুখে তাঁকেও শুরু থেকেই নড়বড়ে দেখাচ্ছিল। যার ফলশ্রুতিতে ম্যাচের ৪ মিনিটেই পিছিয়ে পড়েন সন্দেশ ঝিংঘানরা। ডিফেন্সের (Defence) জটলার মধ্যে গোল করে যান কাতারের মুস্তাফা।

কাতারের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে পিছিয়ে পড়ে প্রত্যাবর্তনের (Come back) কাজটা কার্যত অসম্ভব ছিল ভারতের পক্ষে। তবু প্রথমার্ধের শেষ পর্যন্ত চেষ্টা করে গেলেন অনিরুদ্ধ থাপা, সুনীল ছেত্রীরা। ম্যাচের ৪২ মিনিটে অনিরুদ্ধ থাপা একটি সহজ সুযোগ পেয়েও গিয়েছিলেন। কিন্তু কাজের কাজটি করতে পারেননি তিনি। কার্যত বলটি ফাঁকা গোলের বাইরে মারেন।

Advertisements

Leave a Reply