প্রেরণার নিবেদনে ইবাদত ২০২৩, এক মনোজ্ঞ শাস্ত্রীয় ধ্রুপদী নৃত্যানুষ্ঠান
HnExpress অনির্বাণ দত্ত, কলকাতা ঃ “প্রেরণা The Inspiration” —এর উপস্থাপনায় অনুষ্ঠিত হলো এক মন মুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা “ইবাদাত ২০২৩।” প্রেরণা নৃত্য প্রতিষ্ঠানের একনিষ্ঠা শিক্ষিকা পৃথা বাসু এবং অভিজিৎ বাসুর যুগ্ম পরিচালনায় শনিবার সন্ধ্যায় শাস্ত্রীয় সংগীত ও নিত্যানুষ্ঠান “ইবাদত” আয়োজিত হয় কলকাতার মোহিত মৈত্র মঞ্চে।
প্রতিষ্ঠানের দশ বছরের পথচলার মাঝে এটাই তাদের প্রথম বর্ষের ইবাদত। প্রসঙ্গত উল্লেখ্য, “প্রেরণা, The Inspiration” হলো প্রধানত শাস্ত্রীয় নৃত্য-গীত-বাদ্য যন্ত্রের শিক্ষা প্রতিষ্ঠান এবং একটি পরিবার স্বরূপ, যা শাস্ত্রীয় নৃত্যের প্রশিক্ষণ প্রদানের জন্য সদা নিবেদিত। যেখানে অভিজ্ঞ প্রশিক্ষকের দ্বারা সৃজনশীলতা এবং শৃঙ্খলাবৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া হয়।
এই প্রতিষ্ঠানটি ভবিষ্যৎ প্রজন্মকে নৃত্যগীত ও বাদ্যের সামগ্রিক শিক্ষার অভিজ্ঞতা প্রদান করে। “প্রেরণা” নৃত্য অনুরাগী শিল্পীদের নৃত্যের প্রতি তাঁদের দক্ষতা এবং আবেগ বিকাশের জন্য স্বাস্থ্যকর পরিবেশ প্রদানে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বলে জানালেন প্রতিষ্ঠানের সম্পাদক পৃথা বাসু।
তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের শিক্ষার্থীদের নৃত্যশৈলী এবং নানান অনুষ্ঠানের বিভিন্ন পরিসরে সুযোগ করে দিই। বিদ্যালয়ের আমরা প্রত্যেক শিক্ষক-শিক্ষিকারাই মাতা পিতার ন্যায় সকল ছাত্র-ছাত্রীদের যৌথপরিবারের মত ঐক্যবদ্ধভাবে আগলে রাখি।
এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট ছিলেন পন্ডিত কুমার বোস, নৃত্যগুরু কহিনুর সেন বরাট সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। নানান আঙ্গিককে নৃত্যানুষ্ঠানের মাঝেই প্রেরনার শিক্ষার্থীদের তবলায় সংগত দেন শিক্ষক অভিজিৎ বাসু। “ইবাদত” অর্থাৎ প্রার্থনা, মানে এক কথায় সাধনা।
আর সেই প্রার্থনার মধ্য দিয়ে শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে পরম ব্রহ্মের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে গুরু প্রণাম জানিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও নৃত্যশিল্পী পৃথা বাসু। তারপর একের পর এক অনবদ্য নৃত্যশৈলী পরিবেশন করে প্রতিষ্ঠানের সকল সুযোগ্য ছাত্র-ছাত্রীরা। অবশেষে কথকের আঙ্গিককে কালিয়া দহন গাদভাও নৃত্যনাট্যের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।