শিক্ষামন্ত্রীর উপস্থিতে জামতলায় অনুষ্ঠিত হলো প্রতিবাদ সভা
HnExpress মোমিন আলি লস্কর, কুলতলী : শনিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর মহাকুমার অন্তর্গত কুলতলী বিধানসভার কুলতলী থানার অধীন জামতলা বাজারে সর্বভারতীয় তৃনমুল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মূলত ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গত বুধবার কুলতলীর বিধানসভার জামতলায় সভা করেন এবং তৃণমূল কংগ্রেসের নেতা, নেত্রী ও মন্ত্রীদেরকে কটুক্তি করেন যার পরিপ্রেক্ষিতে আজ এই প্রতিবাদ সভা।
বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের করা বঞ্চনা, ১০০ দিনের কাজের টাকা লুট, আবাস যোজনার টাকাকে জোরপূর্বক আটকে রেখে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তৃনমুল কংগ্রেসের নেতৃত্বে কুলতলীর জামতলায় এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
এদিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিল্পমন্ত্রী ব্রাত্য বসু, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা, তৃনমুল কংগ্রেসের দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন জেলা সভাপতি জয়দেব হালদার, কুলতলী বিধানসভার বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল সহ জেলার একাধিক নেতৃত্ববৃন্দ।
শনিবার কুলতলীর বিধানসভার বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল কুলতলীর বিধানসভায় হাজার হাজার মানুষের জমায়েত করে প্রমান করে দিল তৃনমুল কংগ্রেসের সাথে পশ্চিমবঙ্গের মানুষ আছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সাধারণ মানুষ ছিল, আছে ও থাকবে।