জয়নগর ২ নম্বর ব্লকে ২২টি কিং কোবরা উদ্ধার করলো সাপ প্রেমিক

0

HnExpress মোমিন আলি লস্কর, জয়নগর : জয়নগর ২ নং ব্লকের বকুলতলা থানা অন্তর্গত বাঁটরা গ্রামের মিনতি রুইদাসকে হঠাৎই সাপে কামড় দেয়। তড়িঘড়ি বাড়ির লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে জানা যায় সাপটি বিষধর কিং কোবরা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাপে আক্রান্ত মহিলা।

অন্যদিকে, পরিবারের সদস্যরা দক্ষিণ বারাসাতের বাসিন্দার সাপ প্রেমিককে খবর দেয়। তিনি খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কালবিলম্ব না করে, বাটরা গ্রামে অর্জুন রুইদাস এর বাড়িতে গিয়ে পৌঁছান। সেখানে একটি গর্ত দেখতে পান তিনি। তারপর বেশ কিছুক্ষণ সেই গর্তে নাড়াচাড়া করলে আরও দু’একটা কিং কোবরা বেরিয়ে আসে।

এরপর গর্তের আরোও গভীরে গিয়ে অনুসন্ধানের পর সেখানকার অবস্থা দেখে চক্ষু চরক গাছ হয়ে যায় সাপ প্রেমিকের। একটা-দুটো নয়, সেখানে বাসা বেঁধে আছে একেবারে ২২টা কিং কোবরা। এরপর তিনি জীবনের বাজি রেখে একটা একটা করে সেই বিষধর সাপ উদ্ধার করে জারের মধ্যে রাখেন। এভাবে প্রায় ২২টি সাপই তিনি উদ্ধার করে নিয়ে যান তার বাড়িতে।

বনদফতরকে খবর দিলে তাঁরা এসে সেই সাপগুলি উদ্ধার করে নিয়ে যায়। এ প্রসঙ্গে সাপ প্রেমিক জানান, দীর্ঘ কয়েক বছর ধরেই তিনি নানা বিষধর সাপ এইভাবেই উদ্ধার করে আসছেন। কিন্তু কোনদিন এভাবে একসাথে এত সাপ দেখতে পাননি। তার মতে এটা একদম বিরল ঘটনা। তবে প্রথমে একটু আতঙ্কিত হলেও, মনের জোর আর সাহসের উপর ভর করে তিনি একে একে সবকটা সাপকেই উদ্ধার করেন।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply