পরকিয়ার জেরে সাতসকালেই বচসা, স্বামীর হাতে খুন হলেন স্ত্রী
HnExpress মোমিন আলি লস্কর, দক্ষিণ ২৪ পরগনা : ঘটনাটি ঘটেছে জয়নগর থানার (Jaynagar Police Station) অন্তর্গত এক নম্বর ব্লকের হরিনারায়নপুর গ্ৰামের ডোমপাড়ায়। এদিন সাতসকালে স্বামী-স্ত্রীর মধ্যে প্রচন্ড বাগবিবাদ সৃষ্টি হয়। পরিবার সূত্রে জানা গেছে, বহুদিন আগে থেকেই উভয়ের মধ্যে বাগবিবাদ চলত। তবে গ্ৰামের মানুষ উভয়ের মধ্যে মিমাংসাও করিয়ে দেন। প্রসঙ্গত, জয়নগর থানার হরিনারায়নপুর (Harinarayanpur) অঞ্চলের ডোমপাড়ার বাসিন্দা পরিমল বৈদ্যের সাথে ১৭ বছর আগে অপর্ণা বৈদ্য বিবাহবন্ধনে আবদ্ধ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিমল বৈদ্য পেশায় একজন রাজমিস্ত্রী। স্বামীর সঙ্গে তার স্ত্রী অপর্ণা বৈদ্যের বেশ কিছু দিন যাবৎ পারিবারিক বিবাদ (Quarrel) চলছিল।আরো জানা যায়, স্ত্রী অপর্নার সাথে স্থানীয় এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্কের (Extramarital affairs) কথা স্বামী পরিমল জানতে পারে এবং তা নিয়েই মূলত তাদের মধ্যে তুমুল গন্ডগোল লেগেই থাকতো। পরিমলের ছেলের মুখ থেকে শোনা গেল, তার বাবা সব সময়ই মা’কে খুনের হুমকি (attempt to murder) দিতেন। ঘটনাচক্রে আজ সাতসকালে রান্না ঘরে অপর্ণা বৈদ্য রান্না করছিলেন, সেই সময় হঠাৎই স্বামী পরিমল বৈদ্য নতুন করে অশান্তি শুরু করে।
সেই মুহুর্তে ছেলে এসে বাবা মায়ের বিবাদ থামিয়ে দিয়ে টিউশনি পড়তে চলে যায়। কিন্ত টিউশনি পড়ে বাড়ি ফিরে দেখে রান্না ঘরে রক্তাক্ত অবস্থায় পড়েন আছে মা। এই দৃশ্য দেখেই চিৎকার করে কেঁদে ওঠে ছেলে। স্থানীয় লোকজনকে ডাকাডাকি করে জড়ো করে। স্থানীয় লোকজন জয়নগর থানায় (Jaynagar Police Station) খবর দেয়। অন্যদিকে, খুন করেই পলাতক আসামী পরিমল বৈদ্য। খবর পেয়ে ঘটনাস্থলে থানার ভারপ্রাপ্ত ওসি উপস্থিত হয়ে পরিমলের ছেলে অয়ন বৈদ্যকে খুনের ঘটনার জিজ্ঞাসাবাদ শুরু করেন। সেই সঙ্গে অপর্ণা বৈদ্যের দেহটি উদ্ধার করে পদ্মহাট গ্ৰামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত (Dead) বলে ঘোষণা করেন।
জয়নগর থানার পুলিশ (Jaynagar Police Station) মরদেহটি ময়নাতদন্তের (Postmortem) জন্য মর্গে পাঠিয়ে দেয়। আজ সকালে যখন অপর্ণা বৈদ্য রান্নাঘরে কাজ করছিল তখনই স্বামী স্ত্রীর মধ্যে চূড়ান্ত গন্ডগোল শুরু হয়, এবং সেই সময়ে পরিমল ধারালো কোনো অস্ত্র (Weapon) দিয়ে অপর্ণার গলায় কোপ মারে, সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর রক্তাক্ত স্ত্রীকে ফেলে পালিয়ে যায় অভিযুক্ত। স্ত্রীর খুনে অভিযুক্ত স্বামী পরিমলের খোঁজে চিরুনিতল্লাশি শুরু করেছে পুলিশ। ঠিক কি কারনে এই খুন সে ব্যাপারে তদন্ত করে খতিয়ে দেখছে জয়নগর থানার পুলিশ।