সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির (AIDWA) পক্ষ থেকে দলুয়াখাকী গ্ৰামে ত্রান বিতরণ

0

HnExpress ২৩নভেম্বর, মোমিন আলি লস্কর, জয়নগর : গত ১৩ই নভেম্বর তৃনমুল কংগ্রেসের অঞ্চল সভাপতি ও সদস্য সাইফুদ্দিন লস্কর দুষ্কৃতকারীদের হাতে খুন হয়। তারই আঁচ দীর্ঘ ৫ কিলোমিটার দূরে অবস্থিত দলুয়াখাকী (Daluakhaki) গ্ৰামে লস্কর পাড়ায় এসে পরে। তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতকারীরা প্রথমে লুটপাট, ভাঙচুর চালায় এবং পরে অগ্নি সংযোগের মাধ্যমে সাধারণ মানুষের ঘর বাড়ি পুড়িয়ে ছারখার করে দেয়। এরকম একটি পরিস্থিতিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ত্রান (Relief) নিয়ে এলে ভিন্ন ভিন্ন সময় পুলিশের দ্বারা বাধার সম্মুখীন হতে হয়।

পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ

জেলা খাদি মেলায় আসুন, খাদি পড়ুন, খাদি পড়ান।

এমন কি পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে হয় প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী (development minister) কান্তি গাঙ্গলী, সূজন চক্রবর্তী, অপূর্ব প্রামানিক, বিশিষ্ট আইনজীবী (lawyer) সায়ন ব্যানার্জি, আইএসএফ বিধায়ক (ISF MLA) নওসার সিদ্দিকী সহ একাধিক মানুষকে। সেই স্থানে দাঁড়িয়ে বিশিষ্ট আইনজীবী সায়ন ব্যানার্জি পুলিশের সামনে সাংবাদিকদের প্রকাশ্যে বলেছিলেন, আমি কোর্টে যাব এবং নিজে কোর্টের অর্ডার হাতে নিয়ে পুনরায় এই গ্ৰামে ঢুকবো।

আর সেই মত গ্ৰামবাসীর কাছে পুনরায় ফিরে আসার জন্য তিনি কলকাতার হাইকোর্টে (Kolkata High Court) এই মর্মে মামলাও দায়ের করেন। সেই মামলায় বিচারপতি রাজশেখর মান্তা (Justice Raj Shekhar Manta) রায় দেন পাঁচজন ব্যাক্তি ত্রান নিয়ে গ্ৰামে মধ্যে প্রবেশ করতে পারবে। গ্ৰামের মধ্যে পাঁচজন প্রতিনিধি দল যেতে পারবে তবে গ্ৰামে গিয়ে কোন রাজনৈতিক কথা বলতে পারবে না, উস্কানিমুলক কোনো কথাবার্তা বলতে পারবে না। হাইকোর্টের (High Court) এই নির্দেশ হাতে নিয়েও আইনজীবী সায়ন ব্যানার্জিকে গ্ৰামের মধ্যে ঢুকতে গেলে বাধার মুখে পড়েতে হয়।

এদিন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির (All India Democratic Women’s Association) পক্ষ থেকে পাঁচজনের প্রতিনিধি দল দলুয়াখাকী (Daluakhaki) গ্ৰামের লস্কর পাড়ায় পুলিশের কড়া নিরাপাত্তার মাধ্যমে ত্রান নিয়ে প্রবেশ করেন এবং অসহায় মানুষের হাতে কিছু ত্রান সামগ্রী তুলে দেন। এই পাঁচজনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির (AIDWA) রাজ্য সম্পদিকা কনীনিকা ঘোষ, চন্দনা ভৌমিক, লিলু চক্রবর্তী, সুস্মিতা মন্ডল ও মোনালিসা।

FacebookTwitterShare

Leave a Reply Cancel reply