মেয়ো রোডে বাস দূর্ঘটনায় মৃত কিশোর সহ দু’জন, আরেকজন এর অবস্থা আশঙ্কাজনক
HnExpress ১লা এপ্রিল, নিজস্ব প্রতিনিধি, কলকাতা : কলকাতার মেয়ো রোডে বাস দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোর সহ দু’জনের। আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় আরও একজনকে। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস দুর্ঘটনার খবর পেয়েই এসএসকেএমে ছুটে আসেন। আহতদের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেন তিনি। অরূপ জানিয়েছেন, দূর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে।
সাত জনকে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১০ জন। তার মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। শনিবার, ধর্মতলার মেয়ো রোডে বাইককে ওভারটেক করতে গিয়ে উল্টে যায় যাত্রিবোঝাই একটি মিনি বাস। বাসটি মেটিয়াবুরুজ থেকে হাওড়ার দিকে যাচ্ছিল। অদ্ভুত ভাবে রাস্তায় উল্টে যাওয়ায় ভিতরে আটকে পড়া যাত্রীরা বেরোতেও পারছিলেন না।
পরে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে। তার পরেও একজন যাত্রী বাসের ভিতরেই আটকে ছিলেন। বাসের সামনের দিক এবং পিছনের দিকের কাচ ভেঙে তাঁকে উদ্ধার করা হয়। আহত যাত্রীদের নিয়ে যাওয়া হয় এসএসকেএমের ট্রমা কেয়ার ইউনিটে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ ডাফরিন রোড এবং মেয়ো রোডের ক্রসিংয়ের কাছে উল্টে যায় যাত্রিবোঝাই মিনি বাসটি।
উল্টে যাওয়ার সময় একটি বাইককে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর তিনজন মহিলা এবং ষোলোজন পুরুষকে আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় উদ্ধারকারী পুলিশ। তার মধ্যে একজনকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। বাকিদের হাসপাতালের ট্রমা কেয়ারে চিকিৎসা শুরু হয়। দুর্ঘটনাগ্রস্ত বাসের প্রতক্ষ্যদর্শী যাত্রীদের দাবি, ফাঁকা রাস্তা পেয়ে বাসটি অনেক বেশি গতি বাড়িয়ে দিয়েছিল। তা করতে গিয়েই সামনে চলে আসে বাইকটি। আর তাঁকে বাঁচাতে গিয়েই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।