September 10, 2024

শিশু হত্যাকাণ্ডের জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি তিলজলায়

0
Advertisements


HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা : শিশু খুনের জেরে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি কলকাতার তিলজলা এলাকা জুড়ে। ক্ষিপ্ত বিক্ষোভকারীদের লাগানো আগুনে দাউ দাউ করে জ্বলছে পুলিশের ভ্যান। আগুন নেভাতে আসা দমকলের গাড়ি লক্ষ্য করেও চলে ইটবৃষ্টি। সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে তিলজলা উড়ালপুলের যান চলাচল। শুধু পুলিশের গাড়িতেই নয়, পরপর বাইকে আগুন লাগিয়ে দেন উন্মত্ত জনতা।

উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের পাশাপাশি চলে তুমুল লাঠিচার্জ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। কাঁদানে গ্যাস এবং লাঠি হাতে রাস্তায় নেমেছে র‌্যাফ।



প্রসঙ্গত শিশু খুনের এই মর্মান্তিক ঘটনায় মূল অভিযুক্ত অলোক কুমারকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, সন্তান লাভের আশায় বিহারের এক তান্ত্রিকের কথা শুনে ওই ৭ বছরের শিশু কন্যাকে খুন করেন নিঃসন্তান আলোক।

সূত্রের খবর, পুলিশি জেরায় অভিযুক্ত নিজেই এই কথা জানিয়েছেন। অভিযুক্ত তান্ত্রিককে ধরতে বিহারেও কলকাতা পুলিশের একটি দলকে পাঠানো হতে পারে বলে সুত্রের খবর।

Advertisements

Leave a Reply