January 23, 2025

মধ্যপ্রদেশে দুটি পৃথক পথ দূর্ঘটনায় নিহত ৫, আহত ৩০

0
Advertisements


HnExpress ওয়েবডেক্স নিউজ, মধ্যপ্রদেশ : রবিবার মধ্যপ্রদেশে দুটি পৃথক পথ দুর্ঘটনায় প্রান হারালেন ৫ জন। এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে প্রায় ৩০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর-ইছাপুর হাইওয়ে ও উজ্জয়িনী এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ জয়সওয়াল ট্রাভেলসের একটি বাস ইন্দোর থেকে খান্ডোয়া যাচ্ছিল। বাসে অর্ধশতাধিক যাত্রী উপস্থিত ছিল। বাসটি সিমরোল ভৈরব ঘাটে শারদা ধাবার কাছে পৌঁছলে হটাৎই বাসের শ্যাফট ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনে উল্টে যায়।

চিৎকার শুনে আশপাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে। দূর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই মহিলার। আহতদের উদ্ধার করে ইন্দোরে কাছে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সিমরাউল থানার পুলিশ। গ্রামীণ এসপি ভগবত সিং বিরদে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, দুর্ঘটনায় দুই মহিলার মৃত্যু হয়েছে।



অন্যদিকে, দ্বিতীয় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উজ্জানের আগর রোডে। ঘাটিয়া থানার পুলিশ জানিয়েছে, ইন্দোরের ছয় বাসিন্দা শ্রাবণ, বিনায়ক কমলে, বিরাট, কমলেশ সিং, রামলাল এবং আপ্পা পান্ডু বিশেষ কাজে অংশ নিতে গাড়িতে করে সোয়াতকালান যাচ্ছিলেন।

উজ্জয়িনী থেকে আগর সড়কের নিপানিয়া গয়ালের কাছে বাসটি পেছন থেকে গাড়িটিকে ধাক্কা মারে। সংঘর্ষের পর গাড়িটি রাস্তার উল্টো দিকে চলে যায়। সেই সময় উল্টো দিকে আসা একটি কন্টেইনার সামনে থেকে গাড়িটিকে ধাক্কা দেয়। সংঘর্ষ এতটাই মারাত্মক ছিল যে গাড়িটি সম্পূর্ণ ছিন্নভিন্ন হয়ে যায়।

খবর পেয়েই পুলিশ পৌঁছে যায়। স্টেশন ইনচার্জ বিক্রম সিং জানিয়েছেন, গাড়িতে থাকা ছয়জন আহতকেই উজ্জয়িনী সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীনই ৩ জনের মৃত্যু হয়েছে।

Advertisements

Leave a Reply