খাওয়ারের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন একাধিক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ এক দোকানদারের বিরুদ্ধে
HnExpress বিশ্বজিৎ মন্ডল, মালদা ঃ চকোলেট, বিস্কুটের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন একাধিক নাবালিকার শ্লীলতাহানি অভিযোগ উঠলো এক দোকানদারের বিরুদ্ধে। নাম রবি কর্মকার। বাড়ি মালদার হবিবপুর থানার কুলাডাঙ্গা গ্রামে। গতকাল বিকেলেও সে একই ঘটনা ঘটায়। কিন্তু গতকাল নির্যাতিতা নাবালিকা বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়ে।
সে সব ঘটনা অভিভাবকদের জানায়। ঘটনাটি চাউর হলে জানা যায়, গ্রামের অনেক মেয়েই ওই দোকানদারের যৌন লালসার শিকার। এরপর রাতে হবিবপুর থানায় অভিযোগ দায়ের করেন সেই নির্যাতিতার বাবা। অভিযোগ পেয়ে রাতেই ওই দোকানদারকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ তাকে জেলা আদালতে পেশ করা হয়।
নির্যাতিতা ছাত্রীর বাবা জানিয়েছেন, গতকাল রাতে তাঁর মেয়ে কেঁপে কেঁপে উঠছিল। তাঁরা ভাবেন, হয়তো মেয়ের শরীর কোনও কারণে খারাপ হয়েছে। কিন্তু সে বিষয় তাকে জিজ্ঞেস করতেই সে গোটা ঘটনা তাঁদের জানায়। তাঁর মেয়ের বয়স মাত্র ১০ বছর। এত ছোট মেয়ের সঙ্গে ৫০ বছরের এক ব্যক্তি যে এমন ঘটনা ঘটাতে পারে, তা তাঁরা ভাবতেই পারেননি।